৩৪) নামাযের ভিতর বিনা প্রয়োজনে কোন কাজ করা এবং বেশি বেশি নড়াচড়া করা:

৩৪) নামাযের ভিতর বিনা প্রয়োজনে কোন কাজ করা এবং বেশি বেশি নড়াচড়া করা:

🔵আল্লাহ্‌ তাআলা বলেন:‘‘তোমরা আল্লাহ্‌র জন্য অনুগত হয়ে দাঁড়াও।’’(সূরাহ আল-বাক্বারাহ ২৩৮)

‘‘নিশ্চয়ই সেই সকল মুমিন বান্দা সফলকাম হবে। যারা নিজেদের নামাযে বিনীত থাকে।’’

(সূরাহ আল-মুমিনূন ১-)

রাসূলুল্লাহ()কে সিজদার মধ্যে মাটি সমান করা যাবে কিনা জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেছিলেন: ‘নামায অবস্থায় তুমি কিছু মুছতে পারবে না। একান্তই যদি প্রয়োজনে কিছু করতে হয় তাহলে (সিজদার স্থান থেকে) কংকরাদি মাত্র একবার সরিয়ে দিতে পারবে।[মসুলিম, আবুদাউদঃ ১/৫৮১, সহীহুল জামেঃ ৭৪৫২]

🔵আলেমগণ বলেছেন, নামাযের ভিতর বিনা প্রয়োজনে বেশি মাত্রায় একাধারে নড়াচড়া করলে নামায বাতিল হয়ে যাবে। অতএব যারা নামাযে বিনা কারণে বেশি নড়াচড়া ও খেলায় মেতে উঠে তাদের অবস্থা কেমন হতে পারে একবার চিন্তার বিষয়। সুতরাং, আমাদের সকলের কর্তব্য হচ্ছে নামাযে বিনীত হয়ে দাঁড়িয়ে ধীরতা ও সুস্থতার সাথে অর্থাৎ পরিপূর্ণ খুশু’-খুযূর সাথে নামায আদায় করা।

Post a Comment

0 Comments