🔵তাকবীর দেওয়ার সময় হাত বাঁকানো প্রসঙ্গে:

১৩) 🔵তাকবীর দেওয়ার সময় হাত বাঁকানো প্রসঙ্গে:

🔵অনেককে দেখা যায় তাকবীর দিয়ে হাত দুটি উত্তোলনের সময় হাতের তালু বাঁকা রাখেন, অথবা কান ধরেন। অথচ হাতের তালুদ্বয় ক্বিবলামুখি রাখাটাই সুন্নাহ্।

দুহাত ওঠানোর সময় রাসূল(সাঃ) আঙ্গুলগুলোকে প্রসারিত অবস্থায় ওঠাতেন। তবে আঙ্গুলের মাঝে তিনি ফাঁক রাখতেন না এবং একেবারে মিলিয়েও দিতেন না। নাবী(ﷺ) কানের লতি বরাবর হাত উঠাতেনকিন্তু কান স্পর্শ করার দলিল কোথাও পাওয়া যায় না। [ বুখারীঃ ৭৩৮]

[ মুসলিম; আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ ইবনু খুযায়মাহ, তামামুল মিন্‌নাহ এবং হাকিম একে সহীহ বলেছেন ও যাহাবী তার সমর্থন দিয়েছেন।)

Post a Comment

0 Comments