তাকবীর, কুর’আন তেলাওয়াত ও সালাতের অন্যান্য দু’আর সময় ঠোঁট না নাড়িয়ে শুধু মনে মনে বলা:

১৪) তাকবীর, কুরআন তেলাওয়াত ও সালাতের অন্যান্য দুআর সময় ঠোঁট না নাড়িয়ে শুধু মনে মনে বলা:

🔵এটি একটি বহুল প্রচলিত ভুল। ইমাম নববী(রহ্‌মাতুল্লাহি আলাইহি) বলেন, ‘ইমাম ছাড়া অন্য সবার সর্বনিম্ন সীমা হচ্ছে নিজেকে শোনানো-যদি তার শ্রবণ শক্তি ঠিক থাকে এবং কথায় কোন জড়তা না থাকে। এ বিধান সকল ক্ষেত্রে ক্বিরাত পাঠ, তাকবীর, রুকু, সিজদার তাসবীহ প্রভৃতি।তাছাড়া ঠোঁট না নাড়ালে তো সেটাকে পড়া বলা চলে না। কারণ আরবীতে এমন অনেক অক্ষর আছে ঠোঁট না নাড়ালে যার উচ্চারণই হবে না।

Post a Comment

0 Comments