৩৬)টাখনুর নিচে কাপড় পরিধান করা ও সিজদায় কাপড় উপরে উঠে যাওয়া:

৩৬)টাখনুর নিচে কাপড় পরিধান করা ও সিজদায় কাপড় উপরে উঠে যাওয়া:

🔵রাসূলুল্লাহ(ﷺ) বলেছেন: ‘‘৩ প্রকার লোকের সাথে আল্লাহ্‌ তাআলা ক্বিয়ামতের দিন কথা বলবেন না। তাদেরকে পবিত্র করবেন না; বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণা দায়ক শাস্তি। তারা হল টাখনুর নীচে কাপড় (অন্য বর্ণনায় লুঙ্গি) পরিধান কারী, খোঁটা দানকারী (অন্য বর্ণনায় এসেছে যে খোঁটা না দিয়ে কাউকে কোন কিছু দান করে না) ও মিথ্যা শপথের সাহায্যে পণ্য সামগ্রী বিক্রয়কারী।’’ [মুসলিমঃ ২০৮৭ আহমাদঃ ৯০১৪ সহীহ বুখারী: ৫৩৬৩, ৫২২৯, ৫৭৮৮]

_______________________________________________________________

🔵আবূ হুরাইরাহ(রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অথবা আবুল কাসিম বলেছেনঃ এক ব্যক্তি আকর্ষণীয় জোড়া কাপড় পরিধান করতঃ চুল আঁচড়াতে আঁচড়াতে পথ অতিক্রম করছিল; হঠাৎ আল্লাহ তাকে মাটির নীচে ধ্বসিয়ে দেন ক্বিয়ামাত (কিয়ামত) অবধি সে এভাবে ধ্বসে যেতে থাকবে[মুসলিম ৩৭/১০, হাঃ ২০৮৮, আহমাদ ১০০৪০] বুখারী-আধুনিক প্রকাশনী- ৫৩৬৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬০]

🔵নামাযের মধ্যে হোক কিংবা নামাযের বাইরে, অহংকারের সাথে হোক কিংবা অহংকার ছাড়া; সর্বাবস্থায় টাখনুর নীচে কাপড় পরিধান করা হারাম। কেননা আল্লাহ্‌র রাসূল(ﷺ) বলেছেন: ‘‘টাখনুর নীচে কাপড়ের যে টুকু থাকবে তা জাহান্নামে যাবে।’’[সহীহ বুখারীঃ ৫৭৮৭, ৫৩৬২, ৫২৬৮; মুস্‌নাদে আহ্‌মাদঃ ৬/২৫৪, সহীহুল জামে হা/৫৫৭১]

এছাড়াও দেখা যায় যে, কিছু কিছু মুসল্লি ভাইয়েরা এতো ছোট,আঁটোসাঁটো শার্ট/গেঞ্জি পড়ে সালাত আদায় করেন যে সিজদায় গেলে তাদের কাপড়ের পেছনের অংশ উপরে উঠে যায় এবং যার ফলে তাদের সতর ভঙ্গ হয়, যেটা দৃষ্টিকটু এবং মহান আল্লাহ তায়ালার সামনে বেয়াদবি। আল্লাহ সুবহানাহুতায়ালা আমাদের বিশুদ্ধ ও সুন্নাহ মোতাবেক সালাত আদায়ে সাহায্য করুন আমিন।

Post a Comment

0 Comments