সালাম ফেরানোর পর সর্ব প্রথম জিকির

عن ثَوْبَان رضي الله عنه قالكان رسول الله صلى الله عليه وسلم إذا انْصَرف من صلاته اسْتَغْفَر ثلاثا، وقال: «اللهُمَّ أنت السَّلام ومِنك السَّلام، تَبَارَكْتَ يا ذا الجَلال والإكْرَام».  

🔷সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাযের  সালাম ফিরার পর ঘুরে বসতেন,তখন তিনবার `আসতাগফিরুল্লাহ‘ বলতেন, অতপর বলতেন(اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام) ¬ আল্লাহুম্মা আন্তাস সালামু ওয়ামিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল-জালালি অল-ইকরাম। হে আল্লাহ আপনি শান্তি, আপনার থেকেই শান্তি, আপনি বরকতময়। হে মহিমাময় ও মহানুভব।“সহীহ-এটি মুসলিম বর্ণনা করেছেন।

এ হাদিসটির অন্যতম বর্ণনাকারী আওযায়ী(রহঃ)কে প্রশ্ন করা হল, ’ইস্তিগফার’ কিভাবে হবে? উত্তরে তিনি বললেন, বলবে, ’আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।’ (অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি।)

👉[রিয়াযুস স্বা-লিহীন(তাওহীদ পাবলিকেশন) নাম্বারঃ ১৪২৩, আন্তর্জাতিক নাম্বারঃ ১৪১৫ [ মুসলিম: ৫৯১, তিরমিযী: ৩০০, আবূ দাউদ: ১৫১২, ইবনু মাজাহ: ৯২৮, আহমাদ: ২১৯০২, দারেমী: ১৩৪৮]

🔷🔷ব্যাখ্যা:

হাদীসটিতে এক মুসল্লী সালাত শেষ করার পর `আসতাগফিরুল্লাহ‘ তিনবার বলা মুস্তাহাব হওয়ার বিষয়টি আলোচনা করা হয়েছে। তারপর এ দো‘আ বলতেন(اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْك السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ) ¬হে আল্লাহ আপনি শান্তি, আপনার থেকেই শান্তি, আপনি বরকতময়। হে মহিমাময় ও মহানুভব।“ সালাতের শেষে বলা যায় এ ধরনের আরও দো‘আ রয়েছে যা বিভিন্ন হাদীসে বর্ণিত আছে।

অনেকে আবার সালাম ফিরানোর পর 'আল্লাহু আকবর' পড়ে যা ঠিক নয় এই রকম সহীহ হাদিসে স্পষ্ট নেই। 

 🔷ফায়দাসমূহ:

1.  👉যে বলে মুসল্লি সালাতের পর তাকবীর বলবে এতে তার প্রতিবাদ রয়েছে। 

2.  👉এতে আল্লাহর জন্য সালাম নাম ও গুণ সাব্যস্ত করা হয়েছে। তিনি যাবতীয় সব ধরনের দুর্বলতা ও দোষত্রুটি থেকে মুক্ত। আর তিনি দুনিয়া ও আখিরাতের অনিষ্টতা থেকে তার বান্দাদের নিরাপত্তা দানকারী। 

 

Post a Comment

0 Comments