Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

সালাম ফেরানোর পর সর্ব প্রথম জিকির

عن ثَوْبَان رضي الله عنه قالكان رسول الله صلى الله عليه وسلم إذا انْصَرف من صلاته اسْتَغْفَر ثلاثا، وقال: «اللهُمَّ أنت السَّلام ومِنك السَّلام، تَبَارَكْتَ يا ذا الجَلال والإكْرَام».  

🔷সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাযের  সালাম ফিরার পর ঘুরে বসতেন,তখন তিনবার `আসতাগফিরুল্লাহ‘ বলতেন, অতপর বলতেন(اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام) ¬ আল্লাহুম্মা আন্তাস সালামু ওয়ামিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল-জালালি অল-ইকরাম। হে আল্লাহ আপনি শান্তি, আপনার থেকেই শান্তি, আপনি বরকতময়। হে মহিমাময় ও মহানুভব।“সহীহ-এটি মুসলিম বর্ণনা করেছেন।

এ হাদিসটির অন্যতম বর্ণনাকারী আওযায়ী(রহঃ)কে প্রশ্ন করা হল, ’ইস্তিগফার’ কিভাবে হবে? উত্তরে তিনি বললেন, বলবে, ’আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।’ (অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি।)

👉[রিয়াযুস স্বা-লিহীন(তাওহীদ পাবলিকেশন) নাম্বারঃ ১৪২৩, আন্তর্জাতিক নাম্বারঃ ১৪১৫ [ মুসলিম: ৫৯১, তিরমিযী: ৩০০, আবূ দাউদ: ১৫১২, ইবনু মাজাহ: ৯২৮, আহমাদ: ২১৯০২, দারেমী: ১৩৪৮]

🔷🔷ব্যাখ্যা:

হাদীসটিতে এক মুসল্লী সালাত শেষ করার পর `আসতাগফিরুল্লাহ‘ তিনবার বলা মুস্তাহাব হওয়ার বিষয়টি আলোচনা করা হয়েছে। তারপর এ দো‘আ বলতেন(اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْك السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ) ¬হে আল্লাহ আপনি শান্তি, আপনার থেকেই শান্তি, আপনি বরকতময়। হে মহিমাময় ও মহানুভব।“ সালাতের শেষে বলা যায় এ ধরনের আরও দো‘আ রয়েছে যা বিভিন্ন হাদীসে বর্ণিত আছে।

অনেকে আবার সালাম ফিরানোর পর 'আল্লাহু আকবর' পড়ে যা ঠিক নয় এই রকম সহীহ হাদিসে স্পষ্ট নেই। 

 🔷ফায়দাসমূহ:

1.  👉যে বলে মুসল্লি সালাতের পর তাকবীর বলবে এতে তার প্রতিবাদ রয়েছে। 

2.  👉এতে আল্লাহর জন্য সালাম নাম ও গুণ সাব্যস্ত করা হয়েছে। তিনি যাবতীয় সব ধরনের দুর্বলতা ও দোষত্রুটি থেকে মুক্ত। আর তিনি দুনিয়া ও আখিরাতের অনিষ্টতা থেকে তার বান্দাদের নিরাপত্তা দানকারী। 

 

Post a Comment

0 Comments