Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

৪৪)একাকী ফরয নামায পড়া

৪৪)একাকী ফরয নামায পড়া

🔵অনেকএলাকায় মসজিদের জামা'আত হয়ে যাওয়ার পর আগত মুসল্লিদের অনেকেই ব্যক্তিগতভাবে একা একা ফরয সালাত আদায় করে থাকেন। অথচ দুজন-তিনজনে মিলে জামায়াতে তা পড়া সুন্নাত এবং এতে জামায়াতে নামাযের সাওয়াব অর্জিত হয়, যা একা সালাতের তুলনায় উত্তম বলা হয়েছে।

 

🔵আবু সাঈদ খুদরী(রাযিঃ)থেকে বর্ণিত তিনি বলেন, “একবার রাসূলুল্লাহ(সাঃ) নামায শেষ করার পর এক লোক মসজিদে প্রবেশ করল। তখন নবী(সাঃ) বললেন, তোমাদের মধ্যে কে আছে যে, এ ব্যক্তির সাথে দাঁড়িয়ে(জামায়াতে নামায আদায় করে) সাদকা প্রদান করার সাওয়াব অর্জন করবে? তখন এক লোক উঠে দাঁড়িয়ে আগত ব্যক্তির সাথে পুনরায়(জামায়াতে) সালাত আদায় করলেন।

অতএব, এ হাদীস দ্বারা প্রমাণিত হলো যে, মূল জামা'আত হয়ে যাওয়ার পরও বিলম্বে আগমনকারী মুসল্লিরা জামায়াতে সালাত আদায় করবে এবং এতে অধিক ফযীলত রয়েছে। [ সহীহ বুখারী]

Post a Comment

0 Comments