৪৫)ঈদের নামাযের পদ্ধতি ও তাকবীরের সংখ্যা
🔵ঈদের সালাত আমাদের দেশে বেশির ভাগ এলাকায় অতিরিক্ত ৬ তাকবীরের সাথে আদায় করে
থাকেন। এর পক্ষে ইবনে মাসউদ(রা)-এর একটি হাদীস রয়েছে। [আবু দাউদ:১১৫৫]।
কিন্তু রাসূলুল্লাহ(স.) নিজে অতিরিক্ত ১২ তাকবীরের সাথে ঈদের নামায আদায় করতেন। এ মর্মে হাদীস বর্ণনা
করেছেন আয়েশা(রা.) এবং ইবনে আব্বাস(রা.)। আর তা হলো, প্রথম রাকআতের শুরুতে অতিরিক্ত ৭ তাকবীর এবং দ্বিতীয়
রাকআতের শুরুতে অতিরিক্ত ৫ তাকবীর। সর্বমোট ১২ তাকবীর [আবু দাউদ: ১১৪৯, বায়হাকী-৩/৪০৭]। এটাই হলো উত্তম পদ্ধতি।
এ পদ্ধতিতে ঈদের সালাত আদায় করতেন হানাফী ফকীহ ইমাম আবু ইউসুফ(র.) ও ইমাম মুহাম্মদ(র.) এবং এভাবেই পড়ে থাকেন অন্যান্য সকল মাযহাবের মুসল্লিগণও। তাছাড়া মক্কামদীনাসহ পৃথিবীর বহু দেশে ঈদের সালাত ১২ তাকবীরে আদায় হয়ে থাকে। উক্ত আমলের পক্ষে রাসূলুল্লাহ(স)-এর বর্ণিত হাদীসের সংখ্যা অনেক বেশি এবং সনদের দিক থেকেও সর্বাধিক বিশুদ্ধ। তাই এভাবে অতিরিক্ত ১২ তাকবীরের সাথে সালাত আদায় করা অধিকতর সুন্নাতের-পাবন্দী হিসেবে বিবেচিত হবে। আল্লাহ তাআলা এর সহযোগী, পাঠক ও আমলকারীকে উত্তম পুরস্কার দান করুন। আমীন!
0 Comments