Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

তুলনামূলক ধর্মতত্ত্ববিদ ডা. জাকির নায়েক..

তুলনামূলক ধর্মতত্ত্ববিদ ডা. জাকির নায়েককে নিয়ে আরব বিশ্বের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বেশ ভালো আলাপ শুরু হয়েছে সপ্তাহখানেক ধরে। কুয়েতের প্রখ্যাত বিদ্বান, শাইখ সালিম আত-তাউয়িল হাফিযাহুল্লাহ তাঁর একাধিক দারসে ডা. জাকির নায়েক থেকে সতর্ক করেছেন এবং ডা. জাকির নায়েককেইখওয়ানি দায়িবলে অভিহিত করেছেন। শাইখ সালিমের দারসও আমি পছন্দ করি, তাঁকে ভালোবাসি, আবার ডা. জাকির নায়েককে ইখওয়ানি ফতোয়া দিয়ে সালাফি ভাইদের বিরাগভাজনও হতে চাই না। সেজন্য ভাবলাম, ভাইদের সাথেও একটু বিষয়টা শেয়ার করি।

শাইখ সালিম আত-তাউয়িল এই ভিডিয়োতে অনেক আলাপ করেছেন। তারমধ্যে ২০ মিনিট ৭ সেকেন্ডের দিকে ডা. জাকির নায়েকের শিক্ষাগুরু আহমাদ দিদাত এবং ডা. জাকিরের বক্তব্য উল্লেখ করা হয়েছে। এটা মৌলিক আকিদাগত বিষয়ের আলোচনা। আহমাদ দিদাত বলেছেন, “লোকজন বলে, আল্লাহ করতে সক্ষম নন এমন কোনো বিষয়ের অস্তিত্ব নেই। আমি বলি, কক্ষনো না! এমন অনেক কিছু আছে, যা আল্লাহও করতে পারেন না। এক্ষেত্রে সেই ব্যক্তির বেখেয়ালি ঘটেছে আসলে। কারণ সে বিশ্বাস করে, আল্লাহ যখন চান তখনই যেকোনো কিছু করতে পারেন। কিন্তু আমি বলি, এমন অনেক কিছু আছে, যা আল্লাহও করতে পারেন না। স্বয়ং আল্লাহর ক্ষমতাও সীমাবদ্ধ। তিনি করতে সক্ষম নন এমন অনেক কিছু আছে। উদাহরণস্বরূপ তিনি কি আরেকটি প্রভু সৃষ্টি করতে পারেন?!” [দেখুন: পোস্ট-সংলগ্ন ভিডিয়োর ২০:০৭ মিনিট থেকে ২০:৩১ মিনিট পর্যন্ত]

ডা. জাকির নায়েক তাঁর শিক্ষাগুরুর মতোই বলেছেন, “এমন হাজারও বিষয় আছে, যা মহান আল্লাহ করতে সক্ষম নন।” [দেখুন: প্রাগুক্ত ভিডিয়োর ২০:৩২ মিনিট থেকে ২০:৪১ মিনিট পর্যন্ত]

এই বক্তব্য আহলুস সুন্নাহর সকল উলামার আকিদার পরিপন্থি বক্তব্য। সেজন্য শাইখ সালিম আত-তাউয়িল এই বক্তব্যদ্বয়ের পরেই বলেছেন, “এ হলো কাযযাব, কাযযাব, কাযযাব (মিথ্যুক, মিথ্যুক, মিথ্যুক)।” [প্রাগুক্ত]

আমি শুনেছি, ফেসবুকের এক আহলেহাদিস রাজনীতিবিদ নাকি শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দিয়ে এটাকে ফুরুয়ি তথা শাখাগত মাসায়েল হিসেবে দেখাতে চেয়েছে, যার কারণে কাউকে পথভ্রষ্ট বলা যায় না! আমি শাইখুল ইসলামের বক্তব্য চেক করে দেখেছি। পণ্ডিতি ফলাতে আসলে শাইখুল ইসলামের ওই বক্তব্য পড়তে লাগাব। স্রেফ আরবি জানলেই ওই বক্তব্য বোঝা সম্ভব না, বরং তার পারিপার্শ্বিক আরও জ্ঞান থাকতে হবে। অথচ ওই লোক আরবিই জানে না! আল্লাহর কাছে এসব থেকে পানাহ চাই।

বর্তমান যুগে আকিদার অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান আল্লামা সালিহ আলুশ শাইখ জানিয়েছেন, আল্লাহ জুলুম করতে সক্ষম ননএরকম কথাবার্তা মুতাজিলিরা বলে। আর আল্লাহ নিজের ইচ্ছার বাইরে কিছু করতে সক্ষম ননএরকম কথা আশারিরা বলে। এসব কথা না-জায়েজ বিদাতের অন্তর্ভুক্ত। কারণ এসব কথা মহান আল্লাহর এই কথার বিরোধী, যেখানে তিনি বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ সকল কিছুর ওপর ক্ষমতাবান।’ (সুরা বাকারা: ২০) [বিস্তারিত দেখুন: আল্লামা সালিহ আলুশ শাইখ বিরচিত শারহুল আকিদাতিত তাহাবিয়া, পৃষ্ঠা: ১০১২]

·

ভিডিয়ো-সোর্স: কানাতু সালমান আল-ফারিসি (قناة سلمان الفارسي) ইউটিউব চ্যানেল।


Post a Comment

0 Comments