৫২)শুধুমাত্র তিন রাক’আত বিতর সলাতকে সীমাবদ্ধ ধরা।
🔵আমাদের দেশে শুধুমাত্র তিন রাক’আত বিতর নামায কে সীমাবদ্ধ ধরা হয়। আসলে সঠিক নয়।
সহীহ হাদিসে এসেছে, রাসূল(সাঃ) বলেন, বিতর এর অর্থ ‘বিজোড়’। আর রাতের সলাতকে বে-জোড় করার জন্য বিতর পড়া হয়। বিতরকে আল্লাহ পছন্দ করেন, কেননা আল্লাহ বিতর।
আবদুল্লাহ বিন উমার(রাঃ) হতে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ(সাঃ) বলেছেনঃ ‘‘আল বিতরু রাকাআতুন মিন আখিরিল লাইলি।’’ বিতর হ’ল ‘এক’ রাক’আত রাতের শেষাংশে। তাছাড়া এক, তিন, পাঁচ, সাত, নয়, রাক’আত ও বিতর পড়া যায়।
0 Comments