৫২)শুধুমাত্র তিন রাক’আত বিতর সলাতকে সীমাবদ্ধ ধরা।

৫২)শুধুমাত্র তিন রাকআত বিতর সলাতকে সীমাবদ্ধ ধরা

🔵আমাদের দেশে শুধুমাত্র তিন রাকআত বিতর নামায কে সীমাবদ্ধ ধরা হয় আসলে সঠিক নয়

সহীহ হাদিসে এসেছে, রাসূল(সাঃ) বলেন, বিতর এর অর্থবিজোড় আর রাতের সলাতকে বে-জোড় করার জন্য বিতর পড়া হয় বিতরকে আল্লাহ পছন্দ করেন, কেননা আল্লাহ বিতর

আবদুল্লাহ বিন উমার(রাঃ) হতে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ(সাঃ) বলেছেনঃ ‘‘আল বিতরু রাকাআতুন মিন আখিরিল লাইলি’’ বিতর একরাকআত রাতের শেষাংশে তাছাড়া এক, তিন, পাঁচ, সাত, নয়, রাকআত বিতর পড়া যায়

[ প্রমান- সহীহ বুখারী-১৩৫, ১৫৩ পৃঃ, ইফা, হাঃ ৯৩৭-৯৪০; সহীহ মুসলিম-২৫৩, ২৫৪, ২৫৫, ২৫৬ পৃঃ, হাঃ১২৫২; আবু দাউদ-২০১ পৃঃ,১৪২২; নাসাঈ

Post a Comment

0 Comments