৩৯) ফরয নামাযের সালাম ফেরানোর পরপরই
দাঁড়িয়ে যাওয়া।
🔵কিছু কিছু মুসল্লী ফরযের সালাম ফেরানোর পরপরই দাঁড়িয়ে
যায় পরবর্তী সুন্নাত সালাত আদায়ের জন্য এটি ঠিক নয়;
বরং এটি সুন্নাহ পরিপন্থী। এতে
মুসল্লিগণ সুন্নাহর অনুসরণ ও বড় ধরনের সওয়াবের কাজ থেকে বঞ্চিত হয়। সুন্নাত হলো
ফরয আদায়ের পর একই জায়গায় বসে থেকে নীরবে একাকী মাসনূন দু'আ, যিকর ও তাসবীহ তাহলীল পড়া।
🔵আবু হোরায়রা(রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ(সাঃ) বলেছেন, “তোমাদের কেউ যদি ওযু ভঙ্গ না হওয়া পর্যন্ত নামাযের ঐ জায়গায় বসে থাকে তবে
তার জন্য ফেরেশতারা এ বলে দু'আ করে যে, হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি তাকে রহমত কর।”
[ সহীহ বুখারীঃ ৬৫৯, ৬২৬, ৮৪৮; আধুঃ ৬১৯] আর যারা সালাম ফিরানোর পরেই বেরিয়া যায় তারা ফেরেশতাদের দুয়া থেকে বঞ্চিত
হচ্ছেন।
0 Comments