Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

নিয়ে গর্ব-অহংকারের পরিণতি

ইলম

 নিয়ে গর্ব-অহংকারের পরিণতি এবং সালাফদের বিনয়:

🔸ইলম নিয়ে অহংকার কারীর পরিণতি জাহান্নাম:

উমর ইবনুল খাত্তাব রা. হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

يَظْهَرُ قَوْمٌ يَقْرَءُونَ الْقُرْآنَ، يَقُولُونَ: مَنْ أَقْرَأُ مِنَّا؟ مَنْ أَفْقَهُ مِنَّا؟ مَنْ أَعْلَمُ مِنَّا؟ ثُمَّ قَالَ لِأَصْحَابِهِ: هَلْ فِي أُولَئِكَ مِنْ خَيْرٍ؟ قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: أُولَئِكَ مِنْكُمْ مِنْ هَذِهِ الْأُمَّةِ، فَأُولَئِكَ هُمْ وَقُودِ النَّارِ

"এমন একদল লোক প্রকাশ পাবে যারা কুরআন পাঠ করবে (দীনী ইলম শিক্ষা করে কারী ও আলেম হবে)। তারা (বড়াই করে) বলবে, "আমাদের চেয়ে ভালো কারী আর কে আছে? আমাদের চেয়ে বড় আলেম আর কে আছে? আমাদের চেয়ে বড় ফকীহ (দ্বীন-বিষয়ক পণ্ডিত) আর কে আছে?’ অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের উদ্দেশ্যে বললেন, ওদের মধ্যে কি কোন প্রকারের মঙ্গল থাকবে? সকলে বলল, ’আল্লাহ এবং তাঁর রসূলই অধিক জানেন।

তিনি বললেন, ওরা তোমাদেরই মধ্য হতে এই উম্মতেরই দলভুক্ত। কিন্তু ওরা হবে জাহান্নামের ইন্ধন।"

(ত্বাবারানীর আউসাত্ব ৬২৪২, বাযযার, সহীহ তারগীব ১৩৫, হাদিস সম্ভার, অধ্যায়: ১৫/ দাওয়াত, পরিচ্ছেদ: ওয়াজ-নসিহত এবং তাতে মধ্যমপন্থা অবলম্বন করার বিবরণ-সনদ সহিহ]

🔸ইমাম শাফেয়ী রহ. বলেন,

كلَّما أدَّبنــي الـدهــــر *** أراني نقــص عقلي أو أراني ازددتُ علمًا *** زادني علمًا بجهلي!

"সময় যতই আমাকে শিষ্টাচার শেখায় ততই আমি আমার বিবেক-বুদ্ধির ঘাটতি দেখতে পাই।

কিংবা যতই আমার জ্ঞান বৃদ্ধি পায়, ততই আমার অজ্ঞতা সম্পর্কে আরও বেশি জানতে পারি।"

🔸ইমাম মালেক রহ.

عن عبد الرحمن بن القاسم أنه قال لمالك: "ما أعلم أحدًا أعلمَ بالبيوع من أهل مصر. فقال له مالك: وبم ذلك؟ قال: بك. فقال: أنا لا أعرف البيوع فكيف يعرفونها بي"

আব্দুর রহমান ইবনুল কাসেম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইমাম মালেককে বললাম, "আমি মিশরের লোকদের চেয়ে ক্রয়-বিক্রয় সম্পর্কে বেশি জ্ঞানী আর কাউকে জানি না। তিনি বললেন, তা কেন?

তিনি বললেন, আপনার মাধ্যমে।

তিনি বললেন, "আমি তো ক্রয়-বিক্রয় সম্পর্কে জানি না, তাহলে তারা আমার মাধ্যমে তা জানবে কীভাবে?" [জামেউল উলুমি ওয়াল হিকাম- ইবনে আব্দুল বার]

ইলম বিষয়ে সালাফদের বিনয় ও নম্রতার শত শত উদাহরণ রয়েছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন।" [সহীহ মুসলিম]

মহান আল্লাহ আমাদেরকে নিজেকে জাহির করার মনোভাব ও গর্ব-অহংকার করা থেকে হেফাজত করুন এবং আরো বেশি বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন।

[কৃতজ্ঞতা স্বীকার: islamstory]

-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

 

Post a Comment

0 Comments