❑যে কারণে জ্বীন চড়াও হয়
কিছু বিষয় রয়েছে যার উপস্থিতির কারণে মানুষকে জ্বীনে আছর
করে-
১.প্রেম। কোন পুরুষ জ্বীন কোন নারীর প্রেমে পড়ে যায়, অথবা কোন নারী জ্বীন যদি কোন পুরুষের প্রেমে পড়ে তাহলে জ্বীন
তার ঐ প্রিয় মানুষটির উপর আছর করে।
২.কোন মানুষ যদি কোন জ্বীনের প্রতি জুলুম-অত্যাচার করে বা কষ্ট দেয় তাহলে
অত্যাচারিত জ্বীনটি সেই মানুষের উপর চড়াও হয়। যেমন, জ্বীনের গায়ে আঘাত করলে, তার গায়ে গরম পানি নিক্ষেপ করলে, কিংবা তার খাদ্য-খাবার নষ্ট করে দিলে জ্বীন সেই মানুষটির উপর চড়াও হয়।(আমাদের চোখে সেই গুলি ধরা পড়েনা।)
৩.জ্বীন খামোখা জুলুম-অত্যাচার করার জন্য মানুষের উপর
চড়াও হয়। তবে এটি পাঁচটি কারণে হতে পারে:
✔(ক) অতিরিক্ত রাগ।
✔(খ) অতিরিক্ত ভয়।
✔(গ) যৌন চাহিদা লোপ পাওয়া।
✔(ঘ) মাত্রাতিরিক্ত উদাসীনতা।
✔(ঙ) নোংরা ও অপবিত্র থাকা।
কারো মধ্যে এ স্বভাবগুলো থাকলে জ্বীন তাকে আছর করে অত্যাচার
করার সুযোগ পেয়ে যায়।
এছাড়াওঃ
🔴সন্ধ্যাবেলায় শয়তানরা ইনতেশার হয়,
যখন সূর্য ডুবুডুবু হয়,
তখন কিন্তু শয়তানের প্রভাবটা
বিস্তার লাভ করে এবং শয়তানরা পৃথিবীর মধ্যে প্রসার লাভ করে থাকে।
সুতরাং সন্ধ্যাবেলায় যদি কেউ
কোনো কারণে স্বাভাবিক নিয়ম ভঙ্গ করে বাইরে যান অথবা ছোট বাচ্চাদের বাইরে পাঠান
অথবা নিজের সৌন্দর্যকে উন্মুক্ত করে বাইরে ঘুরে বেড়ান,
তাহলে সন্ধ্যার ওই বিশেষ
সময়টাতে তার জিনে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। কারণ, জিনেরা ক্ষতি করার জন্য চেষ্টা করতে থাকে।
🔴যখন প্রথম প্রহরটা কেটে যাবে, প্রথম এক ঘণ্টা কেটে যাবে, এর পরে না। এর পরে তাঁরা আর এ অবস্থায় থাকে না—সহিহ বুখারি
হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে।
বাজার থেকে মাছ আনলে জিনে
আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তার পর যে কথাগুলো উল্লেখ
করেছেন, ভরদুপুরে বাইরে গেলে, দুধ খেয়ে বাইরে গেলে অথবা গর্ভবতী নারী বাইরে গেলে যে জিনে আক্রান্ত হবে,
এমন ধরনের বক্তব্য মূলত আমাদের
সমাজে প্রচলিত কিছু কুসংস্কার। তবে জিনে আক্রান্ত হওয়ার আশঙ্কা যদি কেউ মনে করে
থাকেন, তাহলে তাঁর সতর্কতা অবলম্বন করা উচিত।
❑ the author &editor: rasikulindiawebsite: sarolpoth.blogspot.com
0 Comments