ইমাম আবূ উসমান দারিমী (রাহিমাহুল্লাহ) চমৎকার একটি মন্তব্য
ইমাম আবূ উসমান দারিমী (রাহিমাহুল্লাহ) চমৎকার একটি
মন্তব্য করেছেন তিনি বলেন, ‘যে ব্যক্তি সালাফদের বুঝকে গ্রহণ না করে তাদের বিরোধিতা
করে, সে মূলত নিজের প্রবৃত্তিকে দ্বীন হিসাবে গ্রহণ করতে চায় এবং আল্লাহর উদ্দেশ্যের
বিপরীতে কুরআনকে নিজের বুঝ দ্বারা তা’বীল করতে চায়।
তোমরা যদি মুমিন হয়ে থাক ও সালাফদের মানহাজে অটল
থাকতে চাও তাহলে তাঁদের থেকে ইলম অর্জন কর, তাঁদের পদ্ধতিতে হিদায়াত তালাশ কর এবং তাদের
মতামতকে ইমাম হিসাবে মেনে নাও।
আল্লাহর কসম! তোমরা তাঁদের চেয়ে বেশি কুরআনের জ্ঞান
রাখ না, এমনকি তাঁদের সমপরিমাণও না।
তাঁদের বর্ণিত মতামতকে গ্রহণ করা ছাড়া তাঁদের অনুসরণ
সম্ভব নয়। যে তাঁদের মতামতকে গ্রহণ করবে না সে মূলত মুমিনদের পথকে বর্জন করতে চায়।
আল্লাহ তা‘আলা বলেছেন, ‘আর যে ব্যক্তি তার নিকট
সৎপথ প্রকাশ হওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ
করবে, তাকে আমরা সেদিকেই ফিরিয়ে দেব, যেদিকে সে ফিরে যেতে চায় এবং তাকে জাহান্নামে
নিক্ষেপ করব। আর তা কত মন্দ আবাস!
(সূরা আন-নিসা : ১১৫; আর-রাদ্দু
‘আলাল জাহমিয়্যাহ, পৃষ্ঠা:১০৬)।
(আল্লাহই সবচেয়ে জ্ঞানী।
0 Comments