প্রশ্ন (৩১/১৯১) : প্রথম কাতারে ডান পাশে
দাঁড়ানোর বিশেষ কোন ফযীলত আছে কি?
উত্তর:- ছালাতে
প্রথম কাতারে দাঁড়ানোর বিশেষ ফযীলত আছে। রাসূল (ছাঃ) বলেন,
‘প্রথম কাতারের (মুছল্লীদের)
উপর আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ দো‘আ করেন’।
(ইবনু মাজাহ হা/৯৯৭)।
তিনি বলেন, ‘পুরুষদের জন্য সর্বোত্তম কাতার হ’ল প্রথম কাতার’ (মুসলিম
হা/৪৪০,
মিশকাত হা/১০৯২)।
তবে ইমামের সাথে একাকী ছালাত আদায়কালে ইমামের ডান দিকে
দাঁড়াতে হবে।
(বুখারী হা/৬৯৯,
১১৭;
মুসলিম হা/৬৬০;
মিশকাত হা/১১০৬)।
এছাড়া যখন ইমামের পিছনে দু’পার্শ্ব সমান হবে,
তখন কাতারের ডানে দাঁড়ানো মুস্তাহাব। কিন্তু ডান পাশ
অতিরিক্ত বেড়ে গেলে বামে দাঁড়ানো উত্তম হবে।
(উছায়মীন,
মাজমূ‘ ফাতাওয়া ১২/১৮৪)।
তবে কোনক্রমেই ডান প্রান্ত থেকে বা মসজিদের উত্তর দেওয়াল
থেকে দ্বিতীয় কাতার বা পরবর্তী কাতার সমূহ শুরু করা যাবে না।
উল্লেখ্য, কাতারের ডানদিকে দাঁড়ানো সম্পর্কে বর্ণিত হাদীছটি যঈফ। তাহক্বীক্ব আলবানী: যঈফ।
(ইবনু মাজাহ হা/১০০৫,
সিলসিলা যঈফাহ হা/৫৬৮৬)।
0 Comments