Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

বিতর নামাজের পর দুই রাকাত নফল নামাজ বসে পড়া কতটুকু শরীয়ত...Part -1


প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে বলে যে, বিতর নামাজের পর দু রাকাত নফল নামাজ পরতে হয়, এটাকে হালকি নফল বলে, এই নামাজ নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতর নামাজের পরে বসে বসে দু রাকাত নফল নামাজ আদায় করতেন, শাইখ আমি জানতে চাচ্ছি এ হাদীসটা কি সহীহ? আমরা কি এর উপর আমল করতে পারি?

 উত্তর : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।

সাধারণ নিয়ম হল, বিতর হল রাতের শেষ নামায।

কেননা, বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ﺍﺟﻌﻠﻮﺍ ﺁﺧﺮ ﺻﻼﺗﻜﻢ ﺑﺎﻟﻠﻴﻞ ﻭﺗﺮﺍً “তোমরা বিতর কে রাতের শেষ নামায বানাও।”

তবে রাসূল সা. কখনো কখনো বিতরের পরে দু রাকাআত নফল সালাত বসে বসে আদায় করেছেন। কিন্তু তা নিয়মিত ছিলো না।

এ ব্যাপারে ইমাম নওবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন: এর কারণ ছিল যে, বিতর পড়ার পরেও কেউ ইচ্ছা করলে কিছু নফল সালাত আদায় করতে পারে তার বৈধতা দেয়া।

কিন্তু তাঁর সাধারণ ও নিয়মিত নিয়ম ছিল, বিতর পড়ার পর আর কোন নামায না পড়া।

অনুরূপভাবে, বসে নফল পড়া জায়েয আছে তাও প্রমাণিত।

বিতরের পরে বসে বসে দু রাকাআত নফল আদায় করার হাদীসটি সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে।

সুতরাং আমরা চাইলে, কখনো কখনো বিতরের পরে দু রাআকাত নফল পড়তে পারি।

ইচ্ছে করলে তা বসেও পড়তে পারি কিন্তু নিয়মিতভাবে তা পড়া ঠিক হবে না। আল্লাহু আলাম।

-উত্তর দিয়েছেন শাইখ Abdullahil Hadi

2) বিতর শেষ করে দু’রাকাত নামায আদায় করাঃ

বিতর শেষে দু’রাকাত নামায আদায় করা যায় এবং এই নামায বসে বসে আদায় করা যায়।

রাসূলুল্লাহ্‌ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কখনো এই নামায আদায় করেছেন।

উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ]أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي بَعْدَ الْوِتْرِ رَكْعَتَيْنِ[ নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিতরের পর দু’রাকাত নামায আদায় করতেন।[111]

ইবনে মাজার বর্ণনায় বলা হয়েছেঃ خَفِيفَتَيْنِ وَهُوَ جَالِسٌ হালকা করে বসাবস্থায় উহা আদায় করতেন।[112]

সদা-সর্বদা এ নামায আদায় করা উচিত নয়। কেননা তাহলে অপর হাদীছ তোমরা তোমাদের রাতের নামাযের সর্বশেষে বিতর নামায আদায় করবে।[113]

এর প্রতি আমল করা হবে না।

বিতর নামায পড়ার পর ইচ্ছা করলে নফল নামায পড়া যে জায়েয এটা প্রমাণ করার জন্যই নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরূপ নামায আদায় করেছেন।

(আল্লাহই অধিক জ্ঞাত) . [১১১] .

তিরমিযী, অধ্যায়ঃ নামায, অনুচ্ছেদ, একরাতে দু'বার বিতর নেই, হা/৪৩৩। [১১২].

ইবনু মাজাহ্‌ অধ্যায়ঃ নামায প্রতিষ্ঠা করা ও তার মধ্যে সুন্নাত হা/১১৮৫।

শায়খ আলবানী হাদীছটিকে হাসান বলেন, (দ্রঃ মেশকাত আলবানী ১/৪০০- ৪০১ পৃঃ হা/১২৮৪, ১২৮৭।) [১১৩] .

বুখারী, অধ্যায়ঃ জুমআর নামায হা/৯৪৩। ও মুসলিম, অধ্যায়ঃ মুসাফিরের নামায হা/১২৪৫।

Post a Comment

0 Comments