প্রশ্ন : আমি পর্দা করে চলি। কিন্তু বিয়ের
জন্য পাত্রের মামা, চাচাদের সামনে আমার মুখ দেখানোর জন্য বাসা
থেকে চাপ দিচ্ছে। আমার প্রশ্ন হলো, পাত্র পক্ষের পুরুষদের সামনে মুখ দেখানো কি
জায়েজ?
বিয়ের জন্য তো আপনি হারাম
কাজ করতে পারবেন না। এটি তো জায়েজ না।
ছেলে পক্ষের পুরুষদের
সামনে মুখ দেখানো ইসলামী শরিয়তে জায়েজ না।
আপনি সবাইকে বুঝাবেন।
আমি মনে করি, এখন তো বায়োডাটাতেই সব থাকে। তাই বিয়ের জন্য ঘটা করে এভাবে
মেয়ে দেখা ঠিক নয়।
এটা আমাদের সমাজে একটা
পদর্শনীতে রূপ নিয়েছে। সবাই মিলে মেয়ে দেখে ও মেয়েদের ভাইভা বোর্ড শুরু হয়ে গেছে। এটা
ইসলামী চেতনার সাথে যায় না।
এটায় নারীর অবমাননা হয়।
যদি এমন হয়, ওই মেয়েকে এতটা আনুষ্ঠানিকভাবে দেখে প্রত্যাখ্যান করে তাহলে
মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে।
এটা কিন্তু গুনাহর কাজ।
এসব ঠিক নয়। এভাবে কাউকে ক্ষতিগ্রস্থ করা ঠিক নয়।
ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
0 Comments