প্রশ্ন : আমি একটি বইয়ে পেয়েছি, এশার নামাজের পর হালকি নফল নামে দুই রাকাত নামাজ আছে যেটি বসে পড়তে হয়। এই নামাজ সম্পর্কে কি হাদিসে কিছু বলা হয়েছে? যদি থাকে তাহলে তার নিয়মটি একটু বলে দেবেন। এই নামাজ কি বিতরের আগে পড়তে হয়, নাকি পরে পড়তে হয়?
উত্তর : বিতরের নামাজের পরে দুই রাকাত নফল নামাজের ব্যাপারে নবী (সা.)-এর হাদিস রয়েছে। নবী (সা.) এই নফল নামাজটি বসে পড়ার নির্দেশ দিয়েছেন এবং এ বিষয়ে শেখ নাসিরউদ্দিন আলবানি (রা.) মেশকাতের তাহকিকের মধ্যে এই হাদিসকে সহিহ বলেছেন।
সুতরাং, যদি কেউ এই নামাজ দুই রাকাত পড়তে চান, তাহলে পড়তে পারেন। এটি বাধ্যতামূলক কোনো বিষয় না, নফল নামাজ চাইলে পড়তে পারবেন।
ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
0 Comments