আজ এমন একটি হাদীস শুনুন যা ইতিপূর্বে (আল্লাহু আলাম) অনেকেই হয়তোবা কখনো শুনেননি"।
▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬
হে প্রিয় পাঠক! আপনি জানেন কী! আপনি যে দুনিয়ার
ধোকায় পড়ে আপনার মহান রবের অবাধ্য হচ্ছেন হাদীসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব
রাসূল (ﷺ) সেই পুরো দুনিয়াকে মানুষের মূল্যহীন দূর্গন্ধময়
মল-মূত্রের স্থান টয়লেটের সাথে তুলনা করেছেন।
বর্নিত আছে যে, অনেক মনীষী তার সাথীদের বলতেন, চল
আমার সাথে, আমি তোমাদের দুনিয়া দেখাবো।
তারপর তাদের তিনি পায়খানায় নিয়ে যেতেন আর বলতেন,
দেখ তোমরা তোমাদের ফল-ফলাদি, গোস্ত, মাছ ও পোলাও কোরমার পরিণতি। এবার হাদীসগুলো লক্ষ
করুন।
প্রখ্যাত সাহাবী সালমান ফারসি (রাদ্বিয়াল্লাহু
‘আনহু) বলেন,একদল লোক রাসূল (ﷺ)- এর নিকট আগমন করলে তিনি তাদেরকে বললেন,
أَلَكُمْ طَعَامٌ؟ قَالَ: نَعَمْ، قَالَ: أَتُنَظِّفُونَ
وَتَطْبُخُونَ وَتُقَزِّحُونَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: وَتَفْعَلُونَ؟ ، قَالَ: نَعَمْ،
قَالَ: وَلَكُمْ شَرَابٌ؟ " قَالَ: نَعَمْ، قَالَ: أَتُبَرِّدُونَ، وَتُنَظِّفُونَ،
وَتُقَزِّحُونَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَأَيْنَ مَعَادُهُمَا؟ قَالَ: اللَّهُ وَرَسُولُهُ
أَعْلَمُ، قَالَ: فَإِنَّ مَعَادَهُمَا كَمَعَادِ الدُّنْيَا، يَقُومُ أَحَدُكُمْ خَلْفَ
بَيْتِهِ فَيُمْسِكُ عَلَى أَنْفِهِ مِنْ نَتَنِ رِيحِهِ-
"তোমাদের খাদ্য রয়েছে? তারা বলল, হ্যাঁ। তিনি
বললেন, তোমরা সেগুলো পরিষ্কার কর, মসলা দিয়ে রান্না করে সুস্বাদু কর? তারা বলল, হ্যাঁ।
তিনি বললেন, তোমরা এমনটি কর। তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমাদের পানীয় রয়েছে, তারা
বলল, হ্যাঁ।
তিনি বললেন,
তোমরা তা ঠান্ডা কর, পরিষ্কার ও সুস্বাদু কর। তারা বলল, হ্যাঁ। তিনি বললেন,এ দুটোর
শেষ পরিণাম কী? তারা বলল, আল্লাহ ও তাঁর রাসূল ভাল জানেন। তিনি বললেন, এ দুটোর গন্তব্যস্থানকে
পৃথিবীর গন্তব্যস্থলের সাথে তুলনা করা হয়েছে। একজন ব্যক্তি পায়খানা করার পর এর গন্ধের
আশঙ্কায় নাকে কাপড় ধরে"।
(মুজামুল কাবীর হা/৩১১৯;সহীহুত তারগীব হা/৩২৪১)
অনুরুপ বর্ননা জাহহাক বিন সুফিয়ান কেলাবী এবং উবাই
ইবনু কা'ব (রাদ্বিয়াল্লাহু ‘আনহু) থেকে বর্নিত হয়েছে। যেমন:
প্রখ্যাত সাহাবী উবাই ইবনু কাব (রাদ্বিয়াল্লাহু
‘আনহু) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন:
إِنَّ مَطْعَمَ ابْنِ آدَمَ جُعِلَ مَثَلاً لِلدُّنْيَا
وَإِنْ قَزَّحَهُ وَمَلَّحَهُ فَانْظُرُوا إِلَى مَا يَصِيرُ-
"পৃথিবীকে মানুষের খাদ্য-দ্রব্যের শেষ অবস্থার
সাথে তুলনা করা হয়েছে।আর নিশ্চয় এর মসলা ও লবন, লক্ষ্য কর এগুলো কোথায় যায়"।
(মুসনাদে আহমাদ হা/২১২৭৭; ইবনু হিববান হা/৭০২; সিলসিলা
সহীহাহ হা/৩৮২ সহীহুল জামে হা/১৭৭৮ সনদ বিশুদ্ধ)
অত্র হাদীসে দুনিয়াকে মানুষের মূল্যহীন দূর্গন্ধময় মল-মূত্রের সাথে তুলনা
করা হয়েছে।
অপর বর্ননায় জাহহাক বিন সুফিয়ান কেলাবী হ’তে বর্ণিত তিনি বলেন, একদিন রাসূল (ﷺ) তাকে বললেন,
يَا ضَحَّاكُ، مَا طَعَامُكَ؟. قَالَ يَا رَسُولَ
اللَّهِ اللَّحْمُ وَاللَّبَنُ. قَالَ : ثُمَّ يَصِيرُ إِلَى مَاذَا . قَالَ إِلَى
مَا قَدْ عَلِمْتَ. قَالَ : فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى ضَرَبَ مَا يَخْرُجُ
مِنِ ابْنِ آدَمَ مَثَلاً لِلدُّنْيَا-
"হে জাহ্হাক! তোমার খাদ্য কি? তিনি বললেন,
হে আল্লাহর রাসূল! গোশত এবং দুধ। তিনি বললেন, এগুলো কোথায় যায়? তিনি বললেন, তা কোথায়
যায় আপনি ভালোভাবেই জানেন।
তখন তিনি বললেন, মানুষের গুহ্যদ্বার দিয়ে যা বের
হয় তার সাথে আল্লাহ তা‘আলা দুনিয়ার তুলনা করেছেন"।
(মুসনাদে আহমাদ হা/১৫৭৮৫; সিলসিলা সহীহাহ হা/৩৮২
সনদ বিশুদ্ধ) ।
পরিশেষে হে প্রিয় পাঠক!
যদি এটিই হয় দুনিয়ার উপমা তবে আমরা তো কখনো একটা
পাগলকেও এই নিকৃষ্ট বস্তু সংগ্রহে প্রতিযোগিতা করতে দেখিনি তাহলে আমরা কেন দুনিয়ার
ধন-দৌলত নিয়ে প্রতিযোগিতা করি❓আল্লাহ সবাইকে সঠিক
বুঝ দান করুন।(আল্লাহই সবচেয়ে জ্ঞানী)।
0 Comments