সুন্নাহ
হচ্ছে নূহ আ’লাইহিস সালাম এর নৌকার মতো!
২. ইমাম মালেক রাহিমাহুল্লাহ
বলেন
সুন্নাহ হচ্ছে নূহ আ’লাইহিস
সালাম এর নৌকার মতো। যে ব্যক্তি তাতে আরোহণ করবে, সে নাজাত পাবে। আর যে ব্যক্তি তা
অস্বীকার করবে, সে ধ্বংস হবে।
৩. ইমাম আল-বারবাহারী
রাহিমাহুল্লাহ বলেন জেনে রাখ ইসলাম হচ্ছে সুন্নাহ, আর সুন্নাহ হচ্ছে ইসলাম।” শারাহুস-সুন্নাহ।
৪. ইমাম ইয়াহইয়া ইবনে
মাঈ’ন রাহিমাহুল্লাহ বলেন সুন্নাহকে হেফাজত করা, তলোয়ার দিয়ে জিহাদ করার চাইতে উত্তম।
সিয়ার আলাম আন-নুবালাঃ ১০/৫১৮।
0 Comments