কুরআন-হাদীসে ‘সুন্নাত' শব্দের প্রয়োগ
(ক) কুরআন কারীমে ‘সুন্নাত’: রীতি, পদ্ধতি, প্রকৃতি বা কর্মপন্থা কুরআন
কারীমে ও হাদীস শরীফে ‘সুন্নাত’ শব্দটি সাধারণত কর্ম, কর্মপন্থা, পদ্ধতি বা
প্রকৃতি অর্থে ব্যবহার করা হয়েছে।
কুরআন কারীমে ‘সুন্নাত’ শব্দটি ব্যবহৃত হয়েছে— ‘প্রকৃতি’, ‘রীতি’ বা
‘নিয়ম’ অর্থে।
কুরআনে ‘সুন্নাত' শব্দটি ১৩ বার ব্যবহার করা হয়েছে। “সুন্নাতুল্লাহ” বা
“আল্লাহর সুন্নাত” বলতে- আল্লাহর বিধান বা তাঁর তৈরি প্রাকৃতিক নিয়মকে বোঝান
হয়েছে।
এছাড়া “সুন্নাতুল আওয়ালীন” বা “পূর্ববর্তী জামানার মানুষদের সুন্নাত”
বলতে বুঝানো হয়েছে নবী-রাসূলদেরকে অস্বীকার করায় তাদের অভ্যাস, কর্ম ও স্বভাব
এবং আল্লাহর অমোঘ শাস্তির বিধান যা তাদেরকে ধ্বংস করেছে।
আল্লাহ তাওয়ালা ইরশাদ করেছেন,
৪০:৮৫ فَلَمۡ یَكُ یَنۡفَعُهُمۡ اِیۡمَانُهُمۡ لَمَّا رَاَوۡا بَاۡسَنَا ؕ سُنَّتَ اللّٰهِ الَّتِیۡ قَدۡ خَلَتۡ فِیۡ عِبَادِهٖ ۚ وَ خَسِرَ هُنَالِكَ الۡكٰفِرُوۡنَ ﴿۸۵﴾
[সূরা মু'মিন: ৮৫ আয়াত]
আল্লাহ তাওয়ালা অন্যত্র ইরশাদ করেনঃ
“তাহলে কি তারা পূর্ববর্তী যুগের মানুষদের সুন্নাতের অপেক্ষা করছে? তুমি
কখনই আল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন পাবে না, তুমি কখনই আল্লাহ সুন্নাতের
স্থানান্তর পাবে না ।”
[ সূরা ফাতির: ৪৩ আয়াত । আল্লাহর সুন্নাত বিষয়ে আরো দেখুন: সুরা বনী
ইসরাঈল: ৭৭, সূরা আহযাব: ৩৮ ও ৬২, সুরা আল-ফাতহ: ২৩ আয়াত । পূর্ববর্তী যুগের
মানুষদের সুন্নাত সম্পর্কে দেখুন সূরা আলে ইমরান: ১৩৭, সূরা নিসা ২৬, সূরা আনফাল
৩৮, সূরা হিজর: ১৩, সূরা কাহাফ: ৫৫ আয়াত ।]
0 Comments