Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

#হাদীস_তোমরা_ইহুদীদের_সাথে_যুদ্ধ_না_করা_পর্যন্ত_কিয়ামাত_কায়েম_হবে_না_

 

#হাদীস_তোমরা_ইহুদীদের_সাথে_যুদ্ধ_না_করা_পর্যন্ত_কিয়ামাত_কায়েম_হবে_না_

*আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ’’কিয়ামত সংঘটিত হবে না, যে পর্যন্ত মুসলিমরা ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ না করবে।

এমনকি ইহুদী পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে ’হে মুসলিম! আমার পিছনে ইহুদী রয়েছে।

এসো, ওকে হত্যা কর।’ কিন্তু গারক্বাদ গাছ [এরূপ বলবে] না। কেননা এটা ইহুদীদের গাছ।’’

ü  [সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি] - [সহীহ বুখারী – ২৯২৬, ২৭২২, ২৯২৫, ৩৫৯৩; সহীহ মুসলিম-১৫৭, ২৯২২; ৭২২৯, ইফা-৭০৭৫, ইসে-৭১২৯;  আহমাদ- ৮৯২১, ১০৪৭৬, ২০৫০২]

**ব্যাখ্যাঃ

ü  নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, কোনভাবেই ততক্ষণ পর্যন্ত কিয়ামাত কায়েম হবে না, যতক্ষণ না মুসলিম ও ইহুদীরা পরষ্পরে যুদ্ধ করবে।

ü  এমনকি মুসলিমদের ভয়ে ইহুদী পাথরের পিছনে পলায়ন করবে; তখন আল্লাহ পাথরকে কথা বলার সক্ষমতা দান করবেন, তখন পাথর মুসলিমদেরকে ডেকে বলবে যে, তার পেছনে একটি ইহুদী লুকিয়ে আছে, যাতে তারা তাকে হত্যা করতে পারে।

ü  [(রিয়াদুস সালেহীন) ১৩/১৮২৯, ১৮২০]

------------------------------------

**হাদীসের শিক্ষাঃ

·         ১) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেভাবে তাকে জানিয়েছেন, সেভাবে কতিপয় অদৃশ্যের সংবাদ এবং ভবিষ্যতের ঘটনার বর্ণনা দিয়েছেন, আর সেগুলো নিশ্চিতভাবে ঘটবেই।

·         ২) শেষ যামানায় ইহুদীদের সাথে মুসলিমদের যুদ্ধ বিগ্রহ হবে, আর এটি কিয়ামাতের আলামত।

·         ৩) ইসলাম কিয়ামাত পর্যন্ত টিকে থাকবে এবং তা সকল দীনের উপরে বিজয়ী থাকবে।

·         ৪) শত্রুদের বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে মুসলিমদেরকে সাহায্য প্রদান, যার মধ্যে শেষ যামানায় পাথরের কথা বলা অন্যতম।

https://hadeethenc.com/bn/browse/hadith/65023

হাদীস: “তোমরা ইহুদীদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামাত কায়েম হবে না,

Post a Comment

0 Comments