Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

🗣হাসান আল-বাসরী (রহিমাহুল্লাহ) বলেছেন:“আমি আমার চোখ দিয়ে তাকাইনি, আমার জিহ্বা দিয়ে কথা বলিনি...।


🗣হাসান আল-বাসরী (রহিমাহুল্লাহ) বলেছেন:

“আমি আমার চোখ দিয়ে তাকাইনি, আমার জিহ্বা দিয়ে কথা বলিনি, আমার হাত দিয়ে আঘাত করিনি, কিংবা আমার পা দিয়ে দাঁড়াইনি—যতক্ষণ না আমি ভেবেছি এটি আনুগত্যে হচ্ছে নাকি অবাধ্যতায়।

যদি এটি আনুগত্যে হতো, তবে আমি এগিয়ে যেতাম; আর যদি অবাধ্যতায় হতো, তবে আমি বিরত থাকতাম।”

N 📚 📚আল-মাওসূআহ ইবন আবি দুনইয়া (১/৪৩১); আল-ওয়ারা নং ১৯৫]

N Al-Mawsuuah Of Ibn Abil Ad-Dunyaa (1/431); Al-Wara No.195

N Al-Mawsuuah Of Ibn Abil Ad-Dunyaa (1/431):

 📖ব্যাখ্যা

হাসান আল-বাসরী (রহিমাহুল্লাহ)-এর এ উক্তিতে মানুষের জীবনের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ কিভাবে ব্যবহার করা উচিত তার মূলনীতি দেওয়া হয়েছে। তিনি শিখিয়েছেন—

চোখ:দেখা মানেই শুধু দেখা নয়; বরং কী দেখা হচ্ছে সেটাই আসল বিষয়। বৈধ জিনিস দেখলে আনুগত্য, আর নিষিদ্ধ জিনিস দেখলে গুনাহ।

জিহ্বা:কথা হলো সবচেয়ে দ্রুত পুরস্কার বা শাস্তি বয়ে আনা আমল। সৎ কথা আনুগত্য, আর মিথ্যা, গীবত, কটূক্তি হলো গুনাহ।

হাত:হাত দিয়ে যে কাজ করা হয়, তা হতে পারে কল্যাণের কাজ (দান, সাহায্য, উপকার), অথবা জুলুমের কাজ (মারধর, অন্যায় দখল ইত্যাদি)।

পা:কোথায় যাচ্ছি, তা আমাদের আমল নির্ধারণ করে। ভালো কাজে চলা আনুগত্য, আর খারাপ স্থানে যাওয়া গুনাহ।

🌱তাকওয়ার পরিচয়: প্রকৃত মু’মিন সেই, যে নিজের প্রতিটি পদক্ষেপ আল্লাহর আনুগত্যের সাথে মিলিয়ে নেয়।

একজন মুমিনকে প্রতিটি কাজ শুরু করার আগে ভাবতে হবে—এটি আনুগত্য নাকি অবাধ্যতা। আনুগত্য হলে করা, আর অবাধ্যতা হলে বিরত থাকা—এই নীতিই তাকওয়ার আসল চাবিকাঠি।

🌿 শিক্ষণীয় দিক:

┈➤সচেতন আমল: প্রতিটি কাজের আগে ভেবে দেখা উচিত—এটি আল্লাহর আনুগত্য কিনা।

┈➤নিজেকে নিয়ন্ত্রণ: চোখ, জিহ্বা, হাত ও পায়ের ব্যবহার নিয়ন্ত্রণ করা ছাড়া ঈমান পূর্ণ হয় না।

┈➤আত্মসমালোচনা: কাজ শুরু করার আগে এবং করার পরে হিসাব করা মুমিনের অভ্যাস হওয়া উচিত।

┈➤পাপ থেকে বাঁচার কৌশল: গুনাহের কাজে জড়ানোর আগে থেমে যাওয়াই প্রকৃত পরহেজগারি।

┈➤আল্লাহভীতি: আনুগত্য ও অবাধ্যতার হিসাব শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে।

┈➤প্রতিটি কাজের আগে চিন্তা: হাসান আল-বসরী (রহিমাহুল্লাহ) প্রতিটি শারীরিক অঙ্গ ব্যবহার করার আগে গভীরভাবে চিন্তা করতেন। এটি শেখায় যে একজন প্রকৃত বিশ্বাসীর উচিত কোনো কাজ করার আগে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা তা ভেবে দেখা।

 Ê   (কুরআন, সূরা নূর ২৪:৩০), (সহীহ বুখারী, হাদীস নং ৬৪৭৫)

📌দলীল

And Do Not Pursue That Of Which You Have No Knowledge. Indeed, The Hearing, The Sight And The Heart - About All Those [One] Will Be Questioned.

"তুমি এমন কিছুর অনুসরণ করো না, যার কোনো জ্ঞান তোমার নেই। নিশ্চয়ই কান, চোখ ও হৃদয়—সবকিছুর ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হবে।"

Ê   (সূরা আল-ইসরা: ৩৬)

📌দলীল

রাসূল বলেছেন:

"যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে ভালো কথা বলুক অথবা চুপ থাকুক।"

︎রাসূলুল্লাহ বলেছেন:

“বান্দার দুই পা কিয়ামতের দিন তার রবের সামনে থেকে সরবে না, যতক্ষণ না তাকে পাঁচ বিষয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়…”

Ê   (সহীহ বুখারী, হাদীস: ৬০১৮; সহীহ মুসলিম, হাদীস: ৪৭),;  (সহীহ তিরমিযী, হাদীস নং ২৪১৬, সহীহ, সহীহাহ (৯৪৬), তা’লীকুর রাগীব (১/৭৬), বাওযুন নায়ীর (৬৪৮)]

@rasikulindia, #rasikulindia 

Post a Comment

0 Comments