❒ আপনি পরীক্ষিত হচ্ছেন না তো!
---------------------------------------------------
যাহাবীউল আসর আল্লামাহ আব্দুর রহমান মু'আল্লিমী ইয়ামানী (রাহিমাহুল্লাহ) বলেন -
---------------------------------------------------
যাহাবীউল আসর আল্লামাহ আব্দুর রহমান মু'আল্লিমী ইয়ামানী (রাহিমাহুল্লাহ) বলেন -
ﻭ ﺍﻋﻠﻢ ﺃﻥ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻗﺪ ﻳﻮﻗﻊ ﺑﻌﺾ ﺍﻟﻤﺨﻠﺼﻴﻦ ﻓﻲ ﺷﻲﺀ ﻣﻦ ﺍﻟﺨﻄﺄ ﺍﺑﺘﻼﺀ ﻟﻐﻴﺮﻩ ،
ﺃﻳﺘﺒﻌﻮﻥ ﺍﻟﺤﻖ ﻭﻳﺪﻋﻮﻥ ﻗﻮﻟﻪ ، ﺃﻡ ﻳﻐﺘﺮﻭﻥ ﺑﻔﻀﻠﻪ ﻭ ﺟﻼﻟﺘﻪ ؟ ﻭ ﻫﻮ ﻣﻌﺬﻭﺭ ﺑﻞ
ﻣﺄﺟﻮﺭ ﻻﺟﺘﻬﺎﺩﻩ ﻭ ﻗﺼﺪﻩ ﺍﻟﺨﻴﺮ ﻭ ﻋﺪﻡ ﺗﻘﺼﻴﺮﻩ ۔ ﻭ ﻟﻜﻦ ﻣﻦ ﺍﺗﺒﻌﻪ ﻣﻐﺘﺮﺍ ﺑﻌﻈﻤﺘﻪ
ﺑﺪﻭﻥ ﺍﻟﺘﻔﺎﺕ ﺍﻟﻰ ﺍﻟﺤﺠﺞ ﺍﻟﺤﻘﻴﻘﻴﺔ ﻣﻦ ﻛﺘﺎﺏ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻭ ﺳﻨﺔ ﺭﺳﻮﻟﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ
ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻓﻼ ﻳﻜﻮﻥ ﻣﻌﺬﻭﺭﺍ ﺑﻞ ﻳﻜﻮﻥ ﻋﻠﻰ ﺧﻄﺮ ﻋﻈﻴﻢ ۔ "
( ﺭﻓﻊ ﺍﻻﺷﺘﺒﺎﻩ ﻋﻦ ﻣﻌﻨﻰ ﺍﻟﻌﺒﺎﺩﺓ ﻭﺍﻹﻟﻪ ﺹ 153-152
আল্লাহ তা'আলা কিছু মুখলেস বান্দাকে ভুলে নিপতিত করেন, এর মাধ্যমে অন্যদের পরীক্ষা করার জন্য: তারা হকের অনুসারণ কল্পে তার ভুলকে পরিত্যাগ করছে না-কি তার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের ধোঁকায় পড়ে তার কথাই আঁকড়ে ধরে থাকছে? ভুলকারীতো মা'জূর;বরং তার ইজতিহাদ, সদ্বিচ্ছা ও অক্লান্ত পরিশ্রমের কারণে এক নেকী পাবে।আর যারা তার শ্রেষ্ঠত্বের ধোঁকায় পড়ে কুর'আন-হাদীসের দলীলের প্রতি ভ্রুক্ষেপ না করে তার অনুসরণ করবে সে মা'জূর নয়;বরং বিরাট ক্ষতির মাঝে নিপতিত।
গৃহীত :
[ রফঊল ইশতিফাহ 'আন মা'নাল ঈবাদাহ ওয়াল ইলাহ ১৫২-১৫৩ ]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
► আপনার যদি পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন ও পরবর্তী আপডেট পেতে পেজটি লাইক দিয়ে রাখুন। কেননা রাসূল (সাঃ) বলেছেন,“যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ঐ পরিমাণ সাওয়াব রয়েছে, যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা।” [সহীহ মুসলিম/২৬৭৪,৬৮০৪]
► আমাদের পোস্টগুলি কপিরাইট মুক্ত! সুতরাং আপনি চাইলে পেজের কনটেন্টগুলো হুবহু কপি করে ফেসবুক বা যেকোন মাধ্যমে দাওয়াতের উদ্দেশ্যে প্রচার করতে পারেন বিনা অনুমতিতে।
জায্বাকুমুল্লাহ।
► ইছলাহ্'র সাথে, আগামীর পথে ...
► https://www.facebook.com/ichlah/
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
( ﺭﻓﻊ ﺍﻻﺷﺘﺒﺎﻩ ﻋﻦ ﻣﻌﻨﻰ ﺍﻟﻌﺒﺎﺩﺓ ﻭﺍﻹﻟﻪ ﺹ 153-152
আল্লাহ তা'আলা কিছু মুখলেস বান্দাকে ভুলে নিপতিত করেন, এর মাধ্যমে অন্যদের পরীক্ষা করার জন্য: তারা হকের অনুসারণ কল্পে তার ভুলকে পরিত্যাগ করছে না-কি তার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের ধোঁকায় পড়ে তার কথাই আঁকড়ে ধরে থাকছে? ভুলকারীতো মা'জূর;বরং তার ইজতিহাদ, সদ্বিচ্ছা ও অক্লান্ত পরিশ্রমের কারণে এক নেকী পাবে।আর যারা তার শ্রেষ্ঠত্বের ধোঁকায় পড়ে কুর'আন-হাদীসের দলীলের প্রতি ভ্রুক্ষেপ না করে তার অনুসরণ করবে সে মা'জূর নয়;বরং বিরাট ক্ষতির মাঝে নিপতিত।
গৃহীত :
[ রফঊল ইশতিফাহ 'আন মা'নাল ঈবাদাহ ওয়াল ইলাহ ১৫২-১৫৩ ]
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
► আপনার যদি পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন ও পরবর্তী আপডেট পেতে পেজটি লাইক দিয়ে রাখুন। কেননা রাসূল (সাঃ) বলেছেন,“যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ঐ পরিমাণ সাওয়াব রয়েছে, যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা।” [সহীহ মুসলিম/২৬৭৪,৬৮০৪]
► আমাদের পোস্টগুলি কপিরাইট মুক্ত! সুতরাং আপনি চাইলে পেজের কনটেন্টগুলো হুবহু কপি করে ফেসবুক বা যেকোন মাধ্যমে দাওয়াতের উদ্দেশ্যে প্রচার করতে পারেন বিনা অনুমতিতে।
জায্বাকুমুল্লাহ।
► ইছলাহ্'র সাথে, আগামীর পথে ...
► https://www.facebook.com/ichlah/
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
0 Comments