( অপবাদ ) "জাকির নায়েক নাকি বলেছেন রাসূলকে(সঃ) কে মানা যাবে না।" আসলেই কি তাই ?
আসসালামুয়ালাইকুম ওরাহমতুলল্লাহি ওবারাকাতু
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইয়া মোটা মোটা হরফে লেখা শিরোনাম।
বই বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম দাম কত বইটার।উত্তর পাইলাম দশ টাকা মাত্র।
বই বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম দাম কত বইটার।উত্তর পাইলাম দশ টাকা মাত্র।
কিনে কোন গাধা। জায়গায় দাঁড়িয়ে পড়া শুরু করলাম।লেকচারের কয়েকটা ফুটেজ,
আর সাথে বক্তব্যগুলো।বইয়ের শেষে একটা ইউটিউব লিঙ্ক দেওয়া।
বাসায় এসেই ইউটিউবে ঢুঁ মারলাম।একটা কাটছাঁট লেকচারের অংশ প্রশ্নোত্তর পর্বের।
মজার বিষয় লেকচারটার ভিডিও সিডি আরও দু'মাস আগে থেকেই আমার বাসায় ছিল।
ভারতের জামুতে দেওয়া হিন্দি লেকচার।আমি লেকচারটা পুরোটা দেখেও রাসূলকে (সঃ) কে মানা
হারাম জাতীয় কোন বক্তব্য নোটিস করি নাই প্রথমবার।কাজেই এবার বড় উৎসাহ সহকারে
ইয়্যুটিউবের দেওয়া ভিডিওটা দেখলাম।
দেখে পুরোই স্পিকার। বাস্তবেই জাকির নায়েক দাবী করেছে রাসূলকে(সঃ) মানা যাবে না।
পুনঃরায় আমার কাছে রাখা সিডি প্লে করলাম পিসিতে।
তারপর বুঝলাম ভিডিওটার একটা লাইন এডিট করে বাদ দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ অর্থই
চেইঞ্জ করে দিয়েছে।ঘটনা হল এক লোক ডা. জাকিরকে প্রশ্ন করেন কোন পীর বা মাজারের
বাবার কাছে মনের মুরাদ চাওয়া যাবে কিনা।
উত্তরে ডা. নায়েক বেশ কিছু বক্তব্য দিয়ে শেষে বলেন, "আল্লাহ ছাড়া কাউকে দেনেওয়ালা মানা
যাবে না, বাবা দূরে থাক এমনকি রাসূল(সঃ) কেও মানা যাবে না"। উক্তিটা মূল সিডির
২ ঘন্টা ৪৭ সেকেন্ডে পূর্ণাঙ্গ পাবেন।আর ইয়্যুটিউবে আপ্লোডেড এডিটেড প্রায় সাত মিনিটের
বক্তব্যটাতে প্রদত্ত উক্তির প্রথমাংশ বাদ দিয়েছে। ফলে উক্তিটা দাঁড়িয়েছে কেবল, "বাবা দূরে
থাকুক এমনকি রাসূলকেও(সঃ) মানা যাবে না"।
হুম, এবার দেখুন এইসব out of context উদ্ধৃতি, ভিডিও প্রমাণের উদ্দেশ্য। শুধু এইটাই না, তাঁর
বিরুদ্ধে এমন হাজারেও বেশি out of context উদ্ধৃতি টেনে ভণ্ড প্রমাণের প্রয়াস চলে দৈনিক।
কারা করে এই মিথ্যাচার জানেন ?
নাস্তিকরা ? না, খোদ মুসলিমরাই।
নাস্তিকরা ? না, খোদ মুসলিমরাই।
কারণ একটাই। বাড়া ভাতে ছাই দেওয়া।
জাকির নায়েক নাকি মাস'আলা নিয়ে বানোয়াট ফতোয়া দেন। মূলত তিঁনি নিজে কোন ফতোয়া দেন না।
মক্কা-মদিনার আলেম-ওলামার ফতোয়াগুলোই তিঁনি দিয়ে থাকেন যদি তাঁকে প্রশ্ন করা হয়। যেমন, নামাজে
হাত বাঁধা, সজোরে আমিন বলা ইত্যাদি বিষয়ক ফতোয়া। মদিনার আলেমদের ফতোয়া গ্রহণের যৌক্তিক
কারণ এই যে তারা সহীহ হাদিস আর কুর'আন সরাসরি অনুসরণ করেন।
কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অনারব ওলামাগণের মাস'লা-মাসায়েল মিল খায় না
মক্কা-মদিনার সহীহ হাদিসভিত্তিক ফতোয়ার সাথে।
তাই ডা. জাকিরের প্রতি যত ক্ষোভ। সেই ক্ষোভ থেকেই নানা ভাবে অপদস্থ করার চেষ্টা চালায় তাদের
অনুসারী একদল ছেলেপুলে।
আশা করি পাঠকগণ সাবধান হবেন মুসলিমদের বিভক্তকারী চক্রগুলো থেকে।
You do not have to follow Dr. Zakir or anyone else. He is not above mistakes
even. Just follow QUR'AN & SAHIH HADITH.
Copy(Mahi Al Jawad)
0 Comments