ডাঃ জাকির নায়েক,রাসুলের (সঃ) ইফতারী। রোজা অবস্থায় মহিলাদের খাবার চেখে দেখা
ডাঃ জাকির নায়েক,রাসুলের (সঃ) ইফতারী। রোজা অবস্থায় মহিলাদের খাবার চেখে দেখাক) রাসুল ইফতারীতে উত্তম খেজুর খেতেন। টাটকা খেজুর না পাওয়া গেলে শুকনো খেজুর খেতেন। এটাই সুন্নাত।
সুনানে আবু দাউদ-২য় খন্ড-কিতাবুস সিয়াম-২৩৪৯
খ) হযরত আব্বাস হতে বর্নিত “খাবারের কোন অংশ জিহ্বায় দিয়ে দেখলে, তাতে রোযা ভংগ হবেনা”। বুখারী-৩য় খন্ড-কিতাবুস সিয়াম- ২৫
হাদিসটি সহীহ বুখারীতে মুতাল্লাক। বায়হাকী সহীহ ইবনে সায়বা ও অন্যান্য হাদিসে সহীহ হিসাবে বর্ননা করা হয়েছে। ইবনে আব্বাস(রাঃ) আরো বলেন, রান্নার স্বাদ ও লবন চেখে দেখা রোযার জন্য ভাল। কিন্তু খাদ্য যেন, গলার মধ্যে প্রবেশ না করে।
ইবনে আব্বাস(রা), ইমাম হাম্বল(রাঃ) ,ইবনে তাইমিয়া(রা) প্রমুখ শুধু প্রয়োন হলেই করতে বলেছেন। অন্যথায় এটা মাকরুহ।মা তার সন্তানকে খাওয়া চিবায়ে দিতে পারবে রোযা থাকা অবস্থায়।
0 Comments