▌সালাফিয়্যাহ বা সালাফী মানহাজের পরিচয়

▌সালাফিয়্যাহ বা সালাফী মানহাজের পরিচয়

‘মানহাজ’ একটি আরবি শব্দ। এর অর্থ হলো রাস্তা, সড়ক, সুস্পষ্ট পথ প্রভৃতি (المنهج هو السبيل والطريق الواضح)। [শাইখ মুহাম্মাদ বাযমূল (হাফিযাহুল্লাহ), আল-মানহাজুস সালাফী তা‘রীফুহু ওয়া সিমাতুহু ওয়া দা‘ওয়াতুহুল ইসলাহিয়্যাহ, পৃষ্ঠা: ৪] আর ‘সালাফী’ শব্দটি এসেছে ‘সালাফ’ থেকে। আপনার অগ্রবর্তী বা পূর্ববর্তী প্রত্যেকের ক্ষেত্রে ‘সালাফ’ শব্দ ব্যবহৃত হয়। যেমন মহান আল্লাহ বলেছেন, َفَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلًا لِلْآخِرِيْن “এভাবে আমি তাদেরকে করলাম সালাফ (অতীতের মানুষ), আর পরবর্তীদের জন্য দৃষ্টান্ত।” [সূরাহ যুখরুফ: ৫৬]

ইমাম বাগাউয়ী (রাহিমাহুল্লাহ) এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, “পূর্বসূরিদের মধ্যে যাঁরা আমাদের অগ্রবর্তী হয়েছেন, তাঁরাই ‘সালাফ’। আমরা তাঁদেরকে আগের মানুষ বানালাম বা অগ্রবর্তী করলাম, যাতে করে তাঁদের দেখে পরবর্তীরা উপদেশ গ্রহণ করতে পারে।” [তাফসীরে বাগাউয়ী, খণ্ড: ৭; পৃষ্ঠা: ১২৮; গৃহীত: ‘আল্লামাহ ‘আব্দুল্লাহ বুখারী (হাফিযাহুল্লাহ), মা হিয়াস সালাফিয়্যাহ; পৃষ্ঠা: ১১; দারুল ইস্তিক্বামাহ, কায়রো কর্তৃক প্রকাশিত; সন: ১৪৩৩ হি./২০১২ খ্রি. (১ম প্রকাশ)]

·
নাবী ﷺ তাঁর মৃত্যুর পূর্বে স্বীয় কন্যা ফাত্বিমাহ (রাদ্বিয়াল্লাহু ‘আনহা) কে নিজের মৃত্যুক্ষণ এগিয়ে আসার কথা জানিয়েছিলেন। তখন তিনি তাঁকে এ কথা বলেছিলেন, ِفَإِنَّهُ نِعْمَ ﺍﻟﺴَّﻠَﻒُ أَنَا لَك “নিশ্চয় আমি তোমার উত্তম অগ্রগমনকারী (সালাফ)।” [সাহীহ বুখারী, হা/৬২৮৬] 

ইমাম নাওয়াউয়ী (রাহিমাহুল্লাহ) এই কথার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, “এর অর্থ হলো, আমি তোমার অগ্রগমনকারী, কিছুকাল পরেই তুমি আমার কাছে পৌঁছবে।” [শারহু মুসলিম, খণ্ড: ৭; পৃষ্ঠা: ১৬; গৃহীত: ‘আল্লামাহ ‘আব্দুল্লাহ বুখারী (হাফিযাহুল্লাহ), মা হিয়াস সালাফিয়্যাহ; পৃষ্ঠা: ১৩; দারুল ইস্তিক্বামাহ, কায়রো কর্তৃক প্রকাশিত; সন: ১৪৩৩ হি./২০১২ খ্রি. (১ম প্রকাশ)]

·
এ তো হলো ‘সালাফ’ শব্দের আভিধানিক অর্থ। কিন্তু ‘সালাফ’ কারা? সালাফদের পরিচয় দিতে গিয়ে সৌদি আরবের ‘ইলমী গবেষণা ও ফাতাওয়া প্রদানের স্থায়ী কমিটির (আল-লাজনাতুদ দা’ইমাহ লিল বুহূসিল ‘ইলমিয়্যাহ ওয়াল ইফতা) ‘আলিমগণ বলেছেন,

السلفية: نسبة إلى السلف، والسلف: هم صحابة رسول الله ﷺ وأئمة الهدى من أهل القرون الثلاثة الأولى –رضي الله عنهم– الذين شهد رسول الله ﷺ بالخير في قوله: خير الناس قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم.

“সালাফদের দিকে নিসবত করে ‘সালাফিয়্যাহ’ বলা হয়। আর সালাফগণ হলেন রাসূলুল্লাহ ﷺ এর সাহাবীগণ এবং প্রথম তিন যুগের সুপথপ্রাপ্ত ইমামগণ। যাঁদের ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ কল্যাণের সাক্ষ্য দিয়ে বলেছেন, “আমার যুগের লোকেরাই সর্বোত্তম ব্যক্তি, তারপর যারা তাদের নিকটবর্তী, তারপর যারা তাদের নিকটবর্তী।” (সাহীহ বুখারী, হা/২৬৫২)” [ফাতাওয়া লাজনাহ দাইমাহ, ফাতওয়া নং: ১৩৬১]

·
সালাফগণ যে মানহাজ অবলম্বন করেছেন এবং যে আদর্শ অনুসরণ করেছেন, তাই ‘সালাফী মানহাজ’ বা ‘সালাফিয়্যাহ’। এই মানহাজ স্বয়ং আল্লাহ প্রদত্ত মানহাজ। যে মানহাজের ব্যাপারে সুপথপ্রাপ্তদের ইমাম নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلاَّ مِلَّةً وَاحِدَةً قَالُوا وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي.

“বানী ইসরাঈল সম্প্রদায় ৭২ দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। শুধু একটি দল ছাড়া তাদের সবাই জাহান্নামী হবে। সাহাবীগণ বললেন, ‘হে আল্লাহ’র রাসূল, সে দল কোনটি?’ তিনি বললেন, আমি ও আমার সাহাবীগণ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত (তার উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারা)।” [তিরমিযী, হা/২৬৪১; সনদ: হাসান]
·
অনুবাদক: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা
www.facebook.com/SunniSalafiAthari

Post a Comment

0 Comments