Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

কোন ব্যক্তি ফজরের ওয়াক্তের একদম শেষের দিকে উঠে তখনmmmmmm


প্রশ্ন:- কোন ব্যক্তি ফজরের ওয়াক্তের একদম শেষের দিকে উঠে তখন তার করণীয় কি?যদি সে ব্যক্তি আগে ফজরের দুই রাকাত ফরজ পড়ার পর যদি ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে কি দুই রাকাত সুন্নত নামাজ পড়া যাবে নিষিদ্ধ সময়?? না কি পরে কাযা করতে হবে ??

উত্তর:-
ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগ মূহুর্তে ঘুম থকে জাগ্রত হলে যদি দু রাকআত সুন্নাত সহকারে ফরজ পড়ার সময় থাকে তাহলে আগে সুন্নাত পড়বে তারপর ফরজ পড়বে।
কিন্তু যদি সে সময় না থাকে তাহলে সুন্নত পড়বে না বরং ফরজ পড়ে নিবে। তারপর সূর্য উঠার ১৫ মি: পর থেকে যোহরের আগে যে কোনো সময় উক্ত দু রাকআত সুন্নাত পড়ে নিবে।
__________
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী

Post a Comment

0 Comments