Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

করোনা পরিস্থিতিতে জুম্মার সালাত এর ব্যাপারে_

ফাক্বীহুল মাদীনাহ, ‘আল্লামাহ . সুলাইমান আর-রুহাইলী (হাফিযাহুল্লাহ) বলেছেন,
যেসব দেশে জরুরি প্রয়োজনের কারণে জামে মসজিদগুলো রুদ্ধ করে দেওয়া হয়েছে এবং জুমুআহর নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে, সেসব দেশের মুসলিমদের ওপর ওয়াজিব হলো, তারা প্রত্যেকেই স্বীয় গৃহে জোহরের চার রাকাত নামাজ পড়ে নিবে। এতে সে জুমুআহর নেকি পেয়ে যাবে। পক্ষান্তরে জুমুআহর নামাজ পড়ার নিমিত্তে লোকদেরকে কোনো বাড়িতে সমবেত করার জন্য ঘোষণা দেওয়া না-জায়েজ। তদনুরূপ বাড়ির লোকদের নিয়ে জুমুআহর নামাজ (বাড়িতে) পড়া না-জায়েজ। আল্লাহ সকল দেশ জাতিকে রক্ষা করুন এবং এই দুর্যোগকে দূরীভূত করুন। [শাইখের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের টুইট (টুইটের তারিখ: ২০শে মার্চ, ২০২০ খ্রিষ্টাব্দ)]
অনুবাদক: মুহাম্মাদ 'আবদুল্লাহ মৃধা
fb.com/SunniSalafiAthari

Post a Comment

0 Comments