Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

▌সেলিব্রিটিদের ভালবাসার অভিনয় এবং বাস্তবতা।


সেলিব্রিটিদের ভালবাসার অভিনয় এবং বাস্তবতা।
.
বিখ্যাত কন্ঠ শিল্পী রবি চৌধুরী এক নয়নে কাঁদতে কাঁদতে দুই সন্তানের জননি ডলি সায়ন্তনীর কাছে ভালোবাসার দেখা পান ৷ চার নয়নের মিলন হওয়ার কিছু দিনের মধ্যেই সে ভালোবাসা নয়ন জলে ভেসে যায় ৷ এর কিছুদিনের মধ্যেই রবি চৌধুরী অন্য আরেক মেয়েকে বিয়ে করেন ৷ বিয়ের পাঁচ মাসের মাথায়ই রবি চৌধুরী বাবা হন ৷ কি তাজ্জব ব্যাপার!


অভিনেত্রী শমী কায়সার পশ্চিম বঙ্গের রিঙ্গোকে বিয়ে করে তো দুই বাংলার প্রেমিক-প্রেমিকাদের মনে ঝড় তুলে দিয়েছিলেন ৷ এরপর সে ঝড়ে যে রিঙ্গো কোথায় উড়ে গেছে এ বাংলায় সে খবর নেই ৷ তবে শমী কায়সার আরেকটা বিয়ে করে এ প্রজন্মের দ্বিতীয় মুক্তিযুদ্ধে নাম লিখিয়ে মোটামুটি এখনো আলোচনায় আছেন ৷ যোদ্ধাদের কোন পিছু টান থাকতে নেই ৷ তাই নিঃসন্তান শমী কায়সার কে দেখে কবি মোটেই তাজ্জব নয়!

জনপ্রিয় অভিনেতা হুমায়ন ফরিদী প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে ভালোবেসে বিয়ে করেন সুবর্ণা মোস্তফাক ৷ প্রায় ২৪ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে সুবর্ণা ১৪ বছরের ছোট সৌদকে বিয়ে করেন ৷ শেষ জীবন হুমায়ন ফরিদীকে নিঃসঙ্গই কাটাতে হয় ৷ সুবর্ণা এখনো মাঝে মাঝে কিছু অনুষ্ঠানে আসে সৌদ তাকে কেমন ভালোবাসে হেসে হেসে সে কথা জানাতে ৷ কবি এখানে শুধু নিরব নয় সেই সাথে তাজ্জবও!

অভিনেত্রী প্রভা সাবেক প্রেমিককে ছেড়ে বিয়ে করেন সহ অভিনেতা অপূর্ব কে ৷ প্রেমিক রাজীবের সাথে অবৈধ মেলামেশার ভিডিও ক্লীপের পরও দায়িত্ববান অপূর্বের উদারতা দেখে আমরা আশান্বিত হলাম ৷ বলিষ্ঠ কন্ঠে আওয়াজ তুললাম, যারা পুরুষকে মন্দ বলে তারা এমন পুরুষ কি দেখেছে? এর পরের ইতিহাস তাজ্জবের সাথে দূর্বা ঘাস!

আরেফীন রূমির স্ত্রী প্রেমের কাছে আরব্য রজনীর প্রেমিকরাও হার মেনেছে ৷ সুজানা-হ়দয় খানের প্রেমের মমতাজ-শাজাহান সব খান খান ৷ আরেক মমতাজতো প্রেমের জন্য বুক ফাটাইয়া পুরো দেশ বাসীকে তাজ্জব বানিয়ে দিছে ৷ তৃতীয় বারের মত বিয়ের পিঁড়িতে বসা অপি করিম-এনামুল করিমের ভালোবাসার গল্প এখন আর আমাদেরকে তাজ্জব করে না ৷

মিডিয়ার সামনে এরা যতটুকু ভালোবাসা আমাদেরকে দেখাতে চায় তার নূন্যতম ভালোবাসা যদি এদের মাঝে থাকত তাহলে সম্পর্ক গুলো এভাবে ভাঙ্গত না ৷ চার্লস ডিকেন্স বলেন, "প্রকৃত প্রেম বেশী কথা বলে না ৷ প্রকৃত প্রেম অদৃশ্য ফলের মত, গাছের ডালে পাতার আড়ালে নীরবে পাকতে থাকে ৷"

এরা নীরবে ভালো না বেসে মিডিয়ার সামনে যতই ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করুক না কেন বাস্তবে একের প্রতি আরেক জনের বিশ্বাস নেই ৷ অন্য জনের সাথে সম্পর্ক ৷ ফলাফল একটা সময় ডিভোর্স ৷ অথচ বিভিন্ন অনুষ্ঠানে এরাই আসে আমাদেরকে ভালোবাসা শেখাতে ৷ ক্যামনে পারেও এরা
……
যার যে যোগ্যতা নেই সে যদি তা শেখাতে আসে, তাজ্জব না হয়ে উপায় আছে!!!
.
লেখক : সাইদুর রহমান --- ( আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন, আমীন)।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
https://www.facebook.com/images/emoji.php/v9/e40/1/16/LIKE.png(Y)
 শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
.
#ইছলাহ' : ইলমের সাথে, সালাফদের পথে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬


Post a Comment

0 Comments