শাসকদের কুকর্মের পক্ষে উকালতি করা সালাফী মানহাজ নয়

শাসকদের কুকর্মের পক্ষে উকালতি করা সালাফী মানহাজ নয়

শেখ হাসিনার আক্বীদাহ

আজকাল কিছু লোক বেড়িয়েছে যারা না বুঝেছে ইসলাম, না বুঝেছে সালাফী মানহাজ – এমন কিছু লোক কোন ভ্রান্ত অথবা বিদআ’তী দলের অনুসারী বা ভিন্ন মতালম্বীদের পান থেকে চুন খসার মতো সামান্য অপরাধকে বিশাল বড় বানিয়ে মানুষের মাঝে প্রচার করে। কিন্তু, উপরোক্ত বর্ণনা অনুযায়ী এমন জঘন্য অপরাধে লিপ্ত কোন ব্যক্তি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বসে থাকে, তাহলে তারা এমন ব্যাক্তিদের কুকর্মের পক্ষে বিভিন্ন অযুহাত খোঁজার চেষ্টা করে, সেগুলোকে অপব্যাখ্যা করে তাদেরকে দোষমুক্ত সাব্যস্ত করতে চায় বা তাদের অপরাধকে সামান্য বা ছোট-খাট বিষয় বলে উপস্থাপন করে। তারা মনে করে, এটাই হচ্ছে সালাফী মানহাজ। অথচ, এটা কোন সালাফী মানহাজ নয়, বরং এটা কোন মানুষের পাপকে বৈধতা দেওয়ার শামিল, আল্লাহু মুস্তাআ’ন।

এ প্রসংগে শায়খ ড. নাসির বিন আব্দুল কারীম আল-আকল হা’ফিজাহুল্লাহ বলেন, “সাধারণ মানুষের কথাকে শ্রদ্ধা করা, উত্তম বলে বিবেচনা করা উচিত। কিন্তু ইসলাম সম্পর্কে কোন ব্যক্তির দুশমনি ফাঁস হয়ে যাওয়ার পর তাঁকে ধামা-চাপা দেওয়ার জন্য অপব্যাখ্যার আশ্রয় গ্রহণ করা যাবেনা।” আহলে সুন্নত ওয়াল জামাতের মূল আক্বীদার সংক্ষিপ্ত পরিচয়ঃ ৩৩।

cpy.......backtoallah 

Post a Comment

0 Comments