Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

✔ ২৩২ প্রশ্নঃ রোযার দিনে ঘুমিয়ে থাকা বৈধ কি?

২৩২ প্রশ্নঃ রোযার দিনে ঘুমিয়ে থাকা বৈধ কি?
🎤উত্তরঃ সায়িমের জন্য দিনে ঘুমানো বৈধ। কিন্তু সকল স্বলাত তাঁর যথা সময়ে জামায়াত সহকারে আদায় করতে অবহেলা প্রদর্শন করা বৈধ নয়। যেমনবিভিন্ন ইবাদতের কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করা উচিত নয়। বরং উচিত হলঘুমিয়ে সময় নষ্ট না করে রমযানের সেই মাহাত্ম্যপূর্ণ সময়কে নফল স্বলাতযিকর-আযকার ও কুরআন কারীম তেলাওয়াত দ্বারা আবাদ করা। যাতে তাঁর রোযার ভিতরে নানা প্রকার ইবাদতের সমাবেশ ঘটে। 
৩১৫ (ইবনে উষাইমীনফাতাওয়াস সওম ৩১-৩২ পৃঃ)

Post a Comment

0 Comments