✔ ২৩৩ প্রশ্নঃ সেহেরীর সময় আমি মাসিক থেকে পবিত্রতা লক্ষ্য করলাম। সুতরাং সেহেরী খেয়ে রোযার নিয়ত করলাম। সূর্য ওঠার আগেও দেখলাম, অপবিত্রতার কোন চিহ্ন ফিরে আসেনি। অতএব গোসল করে ফজরের স্বলাত পড়লাম। আমার এ দিনের রোযা কি শুদ্ধ হবে?
উত্তরঃ খুন বন্ধ হওয়ার পর গোসল না করে সেহেরী খেয়ে এবং ফজরের সময় হওয়ার পর সূর্য উঠার আগে গোসল করে ফজরের স্বলাত পড়লে রোযা হয়ে যাবে। ✔৩১৬ ()
✔ ২৩৪ প্রশ্নঃ সেহরীর সময় উঠে দেখি, তখনও অপবিত্রতার চিহ্ন রয়ে গেছে। সুতরাং রোযা রাখলাম না, কিন্তু সকালে উঠে দেখি, আমি পবিত্র হয়ে গেছি। তখন আমার করণীয় কি?
উত্তরঃ আপনি সারা দিন কিছু পানাহার করবেন না। গোসল করে যোহরের স্বলাত পড়বেন, তবে ঐ দিনকার রোযা আপনার হবে না, কাযা করতে হবে।
0 Comments