✔ প্রশ্নঃ সেহেরীর শেষ সময় পর্যন্ত পানাহার ও স্ত্রী-সহবাস করা সায়িমের জন্য বৈধ নয় কি?

২৩০. প্রশ্নঃ সেহেরীর শেষ সময় পর্যন্ত পানাহার ও স্ত্রী-সহবাস করা সায়িমের জন্য বৈধ নয় কি?
🎤উত্তরঃ সেহেরীর শেষ সময় পর্যন্ত পানাহার ও স্ত্রী-সহবাস করা সায়িমদের জন্য বৈধ। কিন্তু ফজর উদয় (সময় বা আযান) হওয়ার সাথে সাথে মুখের খাবার উগলে ফেলা ওয়াজেব। (এ ব্যাপারে মতভেদ পূর্বে আলোচিত হয়েছে।) অনুরূপ সহবাস করতে থাকলে সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী পৃথক হয়ে যাওয়া জরুরী। এরূপ করলে রোযা শুদ্ধ হয়ে যাবে। পক্ষান্তরে সেহেরীর সময় শেষ হয়ে গেছে বা ফজরের আযান শুরু হয়ে গেছে জেনে বা শুনেও যদি কেউ পানাহার বা স্ত্রী সঙ্গমে মত্ত থাকেতাহলে তাঁর রোযা হবে না। মহানবী() বলেন, “বিলাল রাতে আযান দেয়। সুতরাং তোমরা ততক্ষণ পর্যন্ত পানাহার করতে থাকযতক্ষণ পর্যন্ত না ইবনে উম্মে মাকতূম আযান দেয়।” 
 ৩১০ (বুখারী ৬১৭ নংমুসলিম)

Post a Comment

0 Comments