🔵কিছু কিছু মুসল্লী ফরযের সালাম ফেরানোর পরপরই দাঁড়িয়ে যায় পরবর্তী সুন্নাত সালাত আদায়ের জন্য এটি ঠিক নয়; বরং এটি সুন্নাহ পরিপন্থী। এতে মুসল্লিগণ সুন্নাহর অনুসরণ ও বড় ধরনের সওয়াবের কাজ থেকে বঞ্চিত হয়। সুন্নাত হলো ফরয আদায়ের পর একই জায়গায় বসে থেকে নীরবে একাকী মাসনূন দু'আ, যিকর ও তাসবীহ তাহলীল পড়া।
🔵আবু হোরায়রা(রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ(সাঃ) বলেছেন, “তোমাদের কেউ যদি ওযু ভঙ্গ না হওয়া পর্যন্ত নামাযের ঐ জায়গায় বসে থাকে তবে তার জন্য ফেরেশতারা এ বলে দু'আ করে যে, হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি তাকে রহমত কর।”[ সহীহ বুখারীঃ ৬৫৯, ৬২৬, ৮৪৮; আধুঃ ৬১৯]
আর যারা
সালাম ফিরানোর পরেই বেরিয়া যায় তারা ফেরেশতাদের দুয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
_______________________________________________________________
৩)মসজিদেই ঢুকেই বসে পড়া।
🔵কোন কোন
মুসল্লি বা ইমাম সাহেব মসজিদে প্রবেশ করেই বসে পড়ে। তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ দুখুলু বা দাখিল অর্থ হচ্ছে ‘প্রবেশ করা’। অথচ সরাসরি
এভাবে বসে পড়তে রাসূলুল্লাহ(স.) নিষেধ
করেছেন। [ মুসলিমঃ ১৫৪০,১৫৪১, ১৫২৫,১৫৩২]
তাই আল্লাহর ঘরে প্রবেশ করেই সরাসরি বসা যাবে না। এটি বেআদবি। আল্লাহর ঘরে প্রবেশ করেই উপঢৌকন স্বরূপ আল্লাহর নিকট ২ রাকআত সালাত পেশ করতে হবে। জামাত শুরু হতে আরো ৪/৫ মিনিট বাকি থাকা সত্বেও আমরা অনেকেই মসজিদে ঢুকে জামাতের জন্য অপেক্ষা করি। অথচ তখন কমপক্ষে দুই রাকাত নামাজ খুব সহজে পড়তে পারি। যার ফজিলত অনেক বেশি। কিন্তু আমরা তা করিনা। আবার অনেক মসজিদে জামাতের শুরুর পূর্বে কোনো নামাজ না পড়ার জন্য লাল বাতি জ্বালানো হয়। যা মোটেও ঠিক নয়।
🔵আবূ কাতাদা সালামী(রাঃ) বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ(স.) বলেছেন, “তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে অন্ততঃ দু'রাকাআত সালাত আদায় করা ছাড়া যেন না বসে।”
[ সহীহ আল বুখারী ইফাঃ ৪৩১,১০৯৪, ৪৪৪,১১৬৩, সহীহ মুসলিমঃ ১৫২৭]
মসজিদে গিয়ে যদি দেখেন এক বা আধা মিনিট সময় রয়েছে জামাত শুরু হওয়ার সেক্ষেত্রে দু রাকাত তাহিয়াতুল মসজিদের সলাত শুরু না করে দাড়িয়ে থাকবেন। যাতে সঠিক সময়ে জামাতে শরীক হতে পারেন, অবশ্যই বসবেন না, দাড়িয়ে থাকবেন।
_______________________________________________________________
🔵আব্দুল্লাহ ইবনে মাসউদ(রাঃ) বলেন, রাসুল(সাঃ) বলেছেন, কিয়ামতের লক্ষণ হচ্ছে মানুষ মসজিদে প্রবেশ করবে কিন্তু তাহিয়াতুল মসজিদ ২ রাকাত সলাত আদায় করবে না।[ সিলসিলাহ সহিহাহ-৬৪৯]
কিয়ামতের এই আলামতটা প্রায় ১০০ ভাগ সত্য হয়ে গেছে। মানুষ মসজিদে গিয়ে সলাত আদায় না করেই বসে পরে।
এমনকি জুমুআর খুৎবার সময়ও যদি কেউ মসজিদে প্রবেশ করে
তাকেও আল্লাহর রাসূল(সাঃ) সে সময় দু'রাকাআত
তাহিয়্যাতুল মসজিদ নামায আদায় করে বসতে নির্দেশ দিয়েছেন।জাবির ইবনে
আব্দুল্লাহ(রাঃ) থেকে বর্ণিত
তিনি বলেন,
🔵“(কোন এক) জুমু'আর দিন নবী(সাঃ) লোকদের সামনে
খুৎবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে বসে পড়ল। রাসূলুল্লাহ(সাঃ) তাকে
জিজ্ঞেস করলেন,হে অমুক, তুমি কি
সালাত আদায় করেছ? সে বলল, না; তিনি তখন বললেন, উঠ, সালাত আদায়
করে নাও।”
0 Comments