🔵রুকু থেকে ওঠে শান্ত হয়ে না দাঁড়ানো ও সেজদাহ্ থেকে ওঠার পর শান্ত হয়ে না বসা

২১) রুকু থেকে ওঠে শান্ত হয়ে না দাঁড়ানো ও সেজদাহ্ থেকে ওঠার পর শান্ত হয়ে না বসা

🔵যে ভাবে প্রিয় নাবী(সাঃ) করতেন্‌..

বারাবিন আযিব(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন; “রসূলুল্লাহ (সাঃ) এর রুকু; রুকুর পর মাথা তোলা (কিয়াম করা বা দাঁড়ানো) তার সিজদাহ দুই সিজদাহর মাঝে বসা প্রায় বরাবর(সমান) হতো

[★বুখারী হাঃ ৮২০; মুসলিম হাঃ ৪৭১; মুসনাদে আহমাদ হাঃ ১৮৬২১; দারেমী হাঃ ১৩৩৩; মুল সহীহ ইবনু খুজাইমাহ-৬৫৯]

🔵হুযাইফাহ(রাযিঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ(সাঃ) যখন রুকু করতেন তার রুকু তার কিয়ামের মত(দীর্ঘ) ছিল। তারপর তিনি সিজদাহ করতেন তার সিজদাহ তার রুকুর মত(দীর্ঘ) ছিল

[ মুসলিম হাঃ ৭৭২; নাসাঈ হাঃ ১১৩৩মুল-সহীহ ইবনু খুজাইমাহ-৬৬০]

Post a Comment

0 Comments