সালাফগনের মানহাজের পুর্নরূপ রেখা


সালাফগনের মানহাজের পুর্নরূপ রেখা
🔳সালাফদের মানহাজের পূর্ণ রূপরেখা:

সালাফগণ আকীদাহ, দাওয়াত, সুলুক, শাসন-রাজনীতি, জ্ঞান অর্জন, ফিকহ-তশরী ও ভিন্নমতের সঙ্গে আচরণ করার এক অনন্য মানহাজের অধিকারী ছিলেন। এ গ্রন্থে সেসব মানহাজের অনেক কিছুই আলোচিত হবে, তাই সেগুলো এখানে আর আলোচনা করার প্রয়োজন নেই।

🔘টীকা-৩

সুন্নাহ শব্দটি এখানে পরবর্তীদের ব্যবহৃত ফিকহি ‘সুন্নাহ' নয়। আমরা জানি যে, পূর্ববর্তী সালাফগণ আকীদাহ ও মানহাজের বইয়ের নাম রাখতেন ‘সুন্নাহ' হিসেবে সুতরাং যাদের আকীদাহ ও মানহাজের ব্যাপারে স্পষ্টতা নেই তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না আপনি তাদের কাছ থেকে নবুওয়াতি ইলমের ওয়ারিশ হতে পারবেন না

🔘টীকা-৪-অর্থাৎ নবুওয়াতের মাধ্যমে প্রাপ্ত ইলম। কুরআনের ইলম, হাদীসের ইলম।এটাই হচ্ছে দীন|

🔘টীকা-৫

অর্থাৎ সে কি এ দীনের সঠিক প্রতিনিধিত্ব করছে, না কি করছে না। কোনো মানুষের জন্যই উচিত হবে না খারিজি, মুরজিয়া, রাফিদি, মুতাযিলি, কাদারি, জাবরী, জাহমি ইত্যাদির থেকে ইলম অর্জন করা।

[ সালাফ পরিচিতি পেতে- https://sarolpoth.blogspot.com/2023/02/blog-post_15.html

🔘টীকা-৬

এটি ইমাম ইবন সীরীনের বক্তব্য, যা ইমাম মুসলিম তার ‘সহীহ' গ্রন্থের ভূমিকায় নিয়ে এসেছেন। [মুসলিম, আস-সহীহ (১/১৪); ইবন আবি শাইবাহ, আল-মুসান্নাফ, হাদীস নং ২৬৬৩৬; দারিমি, আস-সুনান,হাদীস নং- ৪৩৮; আবু নুআইম, হিলইয়াতুল আওলিয়া (২/২৭৮); বাইহাকি, মা'রিফাতুস সুনানি ওয়াল আসার (১/১৩৮), নং ১৫৩]

তাছাড়া তা ইমাম মালিক ইবন আনাস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। [দেখুন, মুওয়াত্তা মালিক (১/২৫); তাহকীক: আল-আযমি।]

আর আমালি ইবন সামউন-এর বর্ণনায় তা ইবরাহীম আন- নাখয়ি রাহিমাহুল্লাহ থেকে এসেছে। খতীব বাগদাদি তা কয়েকজন থেকে নিয়ে এসেছেন, আলি ইবন আবি তালিব, দাহহাক ইবন মুযাহিম, মুহাম্মাদ ইবন সীরীন প্রমুখ থেকে এনেছেন। তাছাড়া তিনি এটাকে ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমার মাধ্যমে মারফু সূত্রেও এনেছেন। তবে মারফু সূত্র বিশুদ্ধ নয়। অনুরূপভাবে আবু নুআইম,[ হিলইয়া (২/২৭৮)] ও কাযি ইয়াদ, [ আল-ইলমা, পৃ. ৫৯,]

আবু হুরায়রা ও আনাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন, সেটিও দুর্বল। আরেক বর্ণনায় তিনি তা আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকেও মারফু সূত্রে বর্ণনা করেন, তবে সেটিও দুর্বল। অর্থাৎ বর্ণনাটি মারফু হিসেবে শুদ্ধ নয়। প্রখ্যাত তাবিয়ি ইবন সীরীন থেকে তা বিখ্যাত। অন্যান্য তাবিয়ি ও আতবাউত তাবিয়িনদের তা মুখে মুখে ছিল

🔳এখানে মূলকথা হচ্ছে,

১.আল্লাহ তাআলা তাঁর বাণীকে ও তাঁর নবির বাণীকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন।

আল্লাহ বলেন, “আর আমরা এ যিকির নাযিল করেছি, আর আমরাই তার সংরক্ষণ করবো।” [সূরা আল-হিজর: ০৯]

সুতরাং মুসলিমদের জন্য এ দুটি আঁকড়ে ধরার বিকল্প নেই।

আল্লাহ বলেন, “আর তোমরা আল্লাহর ও রাসূলের আনুগত্য করো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। [সূরা আলে ইমরান: ১৩২]

২.আল্লাহ তাআলা এ দীনকে কিয়ামতের আগ পর্যন্ত রাখবেন, তাই একগোষ্ঠী সত্যনিষ্ঠ লোক সর্বদা হকের ওপর থেকে এ উম্মাতকে হকের দিশা দিবে।[এটা সালাফগণের মানহাজ নয় ! ২৩-২৪]

রাসূলুল্লাহ(সাঃ) বলেন,

আমার উম্মাতের মধ্যে সবসময়ই একটি গোষ্ঠী সত্যের ওপর বিজয়ী থাকবে, যারা তাদের ত্যাগ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আদেশ তাদের ওপর এসে পৌঁছায় এবং তারা সে অবস্থায় বিদ্যমান রয়েছে [মুসলিম, আস-সহীহ, হাদীস নং- ১৯২০]

তাই জনসাধারণের উচিত সে হকপন্থিদের অন্বেষণ করে হক গ্রহণ করা, যারা নিজেরা বিভ্রান্ত তাদের থেকে হক কীভাবে গ্রহণ করা হবে?

৩.মুসলিম ছাড়া অন্যান্য উম্মাতের ভুল হতেই থাকবে। কারণ তাদের প্রত্যাবর্তন করার জায়গা নেই, থাকলেও তা আর অবিকৃত অবস্থায় নেই। কিন্তু এ উম্মাতের প্রত্যাবর্তন করার জায়গা রয়েছে, আর তা সর্বদা অবিকৃত থাকবে, যদি কেউ তার ভেতরে কিছু প্রবিষ্ট করতে চাইবে, কিংবা তা থেকে কিছু কমাতে চাইবে সেটার বিরুদ্ধে হকপন্থিরা সদা সোচ্চার থাকবে।

রাসূলুল্লাহ(সাঃ) বলেন,

প্রত্যেক আগত জামাআতের মধ্যে নেক, তাকওয়াসম্পন্ন এবং নির্ভরযোগ্য মানুষ(কিতাব ও সুন্নাহর) এ জ্ঞান গ্রহণ করবেন। আর তিনিই এ জ্ঞানের মাধ্যমে(কুরআন-সুন্নাহ) সীমালঙ্ঘন কারীদের রদবদল, বাতিলপন্থিদের মিথ্যা অপবাদ এবং জাহিল-অজ্ঞদের ভুল ব্যাখ্যা-বিশ্লেষণকে বিদূরিত করবেন[বাইহাকি (২১/৯৪)] সহীহ সনদে।

[এটা সালাফগণের মানহাজ নয় ! ২৫]

বইঃ "এটি সালাফগণের মানহাজ নয়!"

মুল লেখকঃ শাইখ ড. মুহাম্মাদ ইবন উমার ইবন সালিম বাযমূল

অনুবাদ,সম্পাদনা ও ব্যখ্যাঃ শাইখ  ড. আবু বকর মুহাম্মাদ জাকারিয়া

Convert Text:- Rasikul Islam (india )

My Website: https://sarolpoth.blogspot.com

Time of publication: 20-02-2023 ; Time: 09:15pm

Copying is prohibited. Only sharing is allowed.


(ইসলামিক বিশুদ্ধ শুধু বই পেতে📚 এখানে পাবেন🎶প্রচুর অডিও সিরিজ🎶100 এর বেশী শায়খ ভিত্তিক অডিও 90 এর উপর 🎶বিষয় ভিত্তিক অডিও🌎অডিও কুরআন এবং অনলাইনে অডিও শুনুন🎶এছাড়াও বিষয় ভিত্তিক ভিডিও,♂সহীহ-সুন্নাহ-ভিত্তিক ইউটিউব চ্যানেল,ইসলামিক পত্রিকা 📚 and অনেক জানা-অজানা-আর্টিকল 📚 বিষয় ভিত্তিক সিরিজ আকারে http://islamicebookandpic.in/ ইসলামিক গালারি 👇বিশেষ দ্রস্টব্যঃ-👇 ওয়েবসাইট sarolpoth.blogspot.com/ ইসলামিক সমস্থ প্রগ্রাম একসাথে পেতে http://salafimp3web.blogspot.com/👉 অডিও সমাহার👈 👉 https://salafi-pdfbooks.blogspot.com/ সমস্ত ইসলামিক বই👆

Post a Comment

0 Comments