❑জ্বীন ও ভূতের মধ্যে
পার্থক্য?
জ্বীন আরবী শব্দ। বাংলাতেও জ্বীন শব্দটি ব্যবহৃত হয়। কিন্তু ভূত বাংলা শব্দ।
এর আরবী হল ইফরীত, বহুবচনে আফারীত। আল কুরআনে সূরা আন-নামলের ৩৯ নং আয়াতে ইফরীত কথাটি এসেছে_এভাবে:
قَالَ عِفۡرِیۡتٌ مِّنَ الۡجِنِّ اَنَا اٰتِیۡکَ بِہٖ
قَبۡلَ اَنۡ تَقُوۡمَ مِنۡ مَّقَامِکَ ۚ وَ اِنِّیۡ عَلَیۡہِ لَقَوِیٌّ اَمِیۡنٌ ﴿۳۹﴾
❑অর্থঃ এক শক্তিশালী জ্বীন বলল, ‘আপনি আপনার স্থান থেকে
উঠার পূর্বেই আমি তা এনে দেব। আমি নিশ্চয়ই এই ব্যাপারে শক্তিমান, বিশ্বস্ত। (সুরা নামল: ৩৯)
এ আয়াতে ইফরীতুম মিনাল জ্বীন অর্থাৎ জ্বীনদের মধ্যে
থেকে এক ইফরীত বা ভুত .. কথাটি এসেছে। এমনিভাবে উপরে বর্ণিত হাদীসেও ইফরীতুম মিনাল
জ্বীন কথাটি এসেছে। তাফসীরবিদগণ বলেছেন, জ্বীনদের মধ্যে যারা অবাধ্য, বেয়ারা, মাস্তান, দুষ্ট প্রকৃতির ও
শক্তিশালী হয়ে থাকে তাদের ইফরীত বলা হয়। (আল মুফরাদাত ফী গারিবিল কুরআন)
❑ইফরীত শব্দের
অর্থ বাংলাতে ভুত।
অতএব দেখা গেল ইফরীত বা ভূত, জ্বীন ছাড়া আর কিছু নয়।
সব ভূতই জ্বীন তবে সব জ্বীন কিন্তু ভূত নয়।
আপনাদের জানানোর অবগত করার লক্ষে..
❑
the author &editor: rasikulindia
website: sarolpoth.blogspot.com
0 Comments