Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময়,


 

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময়, মিশরের ব্রাদারহুড ইখোয়ানিরা তাহরির স্কোয়ারে জড়ো হয়েছিল এবং প্রতিবাদ মিছিল করেছিল এবং ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার জন্য স্লোগান দিয়েছিল।  

পরের দিন,

মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের তাহরির স্কোয়ারে ১০০ টি বাস পাঠিয়েছিলেন এবং সন্ধ্যায় একটি টেলিভিশন ভাষণে তিনি বলেছিলেন: "যারা জিহাদে যেতে চায় তারা তাহরির স্কোয়ারে চলে এসো।

---

--বাসগুলো তিনদিন দাঁড়িয়ে রইল, কেউ আসেনি ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার জন্য। আসলে আজও এই একই অবস্থা। অবরুদ্ধ গরিবরাই একমাত্র শহীদ। 

বাকিরা সবাই ফিলিস্তিনের জান মাল রক্ত নিয়ে রাজনীতি করছে।  কেউ দোহায় কাতারে বসে, কেউ ইস্তাম্বুলে তুরুস্কে বসে, কেউ তেহরান ইরানে বসে।

মিসরীয় সাংবাদিক আহমদ মুসা আজ তার কলামে একটি ঐতিহাসিক ঘটনা লিখেছেন।

Post a Comment

0 Comments