Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

প্রশ্ন : জামাতে সালাত পড়ার সময় পাশে কেউ অসুস্থ হয়ে গেলে কী করণীয়? নামাজ ছেড়ে দিয়ে তাকে সাহায্য করব?

 

প্রশ্ন : জামাতে সালাত পড়ার সময় পাশে কেউ অসুস্থ হয়ে গেলে কী করণীয়? নামাজ ছেড়ে দিয়ে তাকে সাহায্য করব?

 উত্তর:- ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। একটি জীবন ঘনিষ্ট প্রশ্ন করেছেন।

আমরা দেখি আমাদের অনেক ভাই মসজিদের মধ্যে হার্ট অ্যাটার্ক করলেন বা মাথা ঘুরে পড়ে গেছেন।

পাশেই মুসল্লিরা সালাত আদায় করছেন। গুরুত্ব দিচ্ছেন না। তিনি হয়ত ভাবছেন—আমি নামাজ পড়তেছি এইদিকেই মনোযোগ দেই। সেই ভাবে তাকাচ্ছেন না। না এই কাজটি শুদ্ধ নয়।

কোনো কারণে, কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই যতগুলো মানুষের সাহায্য করতে পারেন তারা সাহায্য করবেন।

অসুস্থ হয়ে যাওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে দেবেন কিংবা হাসপাতালে নিয়ে যাবেন।

এ ক্ষেত্রে যতজন লোক দরকার ওই অসুস্থ মানুষের সাহায্যের জন্য ততজন করবেন। বাকিরা সালাত পড়বেন। ঈমামের সাহেবের ক্ষেত্রেও তাই।

তিনি যদি অসুস্থ হন তাহলে সামনের কাতারের একজন ঈমামের দায়িত্ব পালন করবেন বাকিরা সাহায্য করবেন। এটাই নিয়ম।

আর ক্ষেত্রে যেখান থেকে আপনার নামাজ ছুটবে ঠিক সেখান থেকেই পড়বেন। আবার লম্বা সময় হয়ে গেলে নতুন করে সালাত পড়বেন। এটাই বিশুদ্ধ বক্তব্য।

Post a Comment

0 Comments