প্রশ্ন : ফজরের পর সুরা
ইয়াসিন ও আর রহমান পড়ার ফজিলত কেমন? মাগরিব নামাজের পর সুরা মূলক পড়ার
ফজিলত কী?
উত্তর : ধন্যবাদ আপনার
প্রশ্নের জন্য। ফজরের সালাতের পর সুরা ইয়াসিন ও সুরা আর রহমান কেউ পড়েন পড়তে
পারেন। এতে সওয়াব হবে।
কিন্তু এর জন্য
সুনির্দিষ্ট কোনো ফজিলত হাদিসে আসেনি। ভিন্ন কোনো ফজিলত নিয়ে রাসুল (সা.) বলেননি।
তবে, সুরা মূলকের ব্যাপারে সহীহ হাদিস
রয়েছে। তাই এর ফজিলত আছে।
কেউ যদি নিয়মিত সুরা মূলক
পড়েন এবং ওই অবস্থায় তার মৃত্যু হলে তাকে কবরের ফেতনা তথা আজাব থেকে মুক্ত করা
হবে।
আর কেউ যদি মাগরিবের পর
সুরা ওয়াকিয়া যদি কেউ নিয়মিত পড়েন তাহলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন।
এটাকে কেন্দ্র করে আবার
কেউ কেউ শুধু রিজিকের জন্য পড়েন। সওয়াবের জন্য না। শুধু ফজিলতকে কেন্দ্র করে পড়বেন
না।
কারণ, সুরা ওয়াকিয়া নিয়ে যে হাদিসটি আছে
সেটা পুরোপুরি সহীহ নয়। তবে সুরা মূলক পড়ার হাদিসটি সহীহ।
ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
0 Comments