Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

🔖প্রশ্ন: যারা বিয়েতে গান বা দফ বাজায়— তাদেরকে ডাকা কি জায়েয,

 

🔖প্রশ্ন4-, (ফতোয়া নং: 185151): ‘ত্বাক্কাকাত’— যারা বিয়েতে গান বা দফ বাজায়— তাদেরকে ডাকা কি জায়েয, যদি তারা কোনো শরয়ি গুনাহে লিপ্ত না হয়? আর যদি কিছু অতিথি নারীর পোশাক বা আচরণ অনৈসলামিক হয়, তাও কি ‘ত্বাক্কাকাত’ নিষিদ্ধ হওয়ার কারণ হবে? বর কি এ অপরাধের দায় বহন করবে?

🟨 উত্তর:

🔹 মূল হুকুম:

 ত্বাক্কাকাত (গায়িকা, দফ বাজানো মহিলা) যদি

কেবল দফ ব্যবহার করে (বাঁশি, ভায়োলিন বা বাদ্যযন্ত্র নয়)।

অশ্লীল গান না গায়।

নারীদের মাঝে হয়।

অনাচার ও অশ্লীলতা মুক্ত হয়।

️ তাহলে তাদের উপস্থিতি বৈধ।

 হারাম হয় যখন:

🎵তারা বাদ্যযন্ত্র ব্যবহার করে (যেমন: তবলা, ড্রাম)

🗣অশ্লীল গান গায়।

🧕👨‍ নারী-পুরুষের মিশ্রণ থাকে।

👗 নারীরা অশালীন, শরীর খোলা পোশাক পরে।

️এমন পরিস্থিতিতে এটা হারাম, এমনকি বর বা পরিবারের ওপরও দায় বর্তায়, যদি তারা আগে থেকেই জেনে থাকে এবং নিষেধ না করে।

📘 দলিল ও রেফারেন্সঃ 

তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে, সে যেন তা নিজ হাতে পরিবর্তন করে। না পারলে মুখে বলুক, না পারলে মনে ঘৃণা করুক—এটাই সবচেয়ে দুর্বল ঈমান।

📚 সহীহ মুসলিম: হাদীস ৪৯


📘 ফাতাওয়া নূর ‘আলা আদ-দারব - শাইখ ইবন উসাইমীন (রহঃ): বলেন:

  “ত্বাক্কাকাত” দফ বাজাতে পারবে, এটি সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। তবে যদি তারা তবলা বা বাদ্যযন্ত্র ব্যবহার করে—তবে তা হারাম।

তাদের গান যদি অশ্লীল ও নিচু মানের হয়, তাহলে হারাম।

যদি উপস্থিত নারীরা শরীয়তবিরোধী পোশাক পরে, তাহলে সে আসর থেকে বের হয়ে যেতে হবে, যদি তুমি পরিবর্তন করতে না পারো।

📘 ফাতাওয়া নূর ‘আলা আদ-দারব, খণ্ড ১০, পৃষ্ঠা ১০৩


📘 ইসলাম প্রশ্ন ও উত্তর (IslamQA.info):

ত্বাক্কাকাতকে বৈধ মনে করা যাবে না যদি তাদের গান, উপস্থাপনা বা তাদের উপস্থিতি কোনো শরিয়তবিরোধী আচরণকে উস্কে দেয়।

যদি বর ও কনে জানে, কিছু নারীর উপস্থিতিতে অনাচার হবে, এবং তারা তা বন্ধ করতে অক্ষম, তবে তাদের দাওয়াত বন্ধ করা বা ত্বাক্কাকাত না আনা আবশ্যক

️ 📚 ফতোয়া নং: 185151

🗓️ প্রকাশ: ২২, ১৪৩৩ হি / ৭ নভেম্বর ২০১২

🌐 উৎস: IslamQA.info


 


 

Post a Comment

0 Comments