Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল।।

বন্ধু-বান্ধবদের সাথে মেলামেশা ও একত্রিত হওয়া ইবনুল কাইয়্যিম (রহ.)

বন্ধু-বান্ধবদের সাথে মেলামেশা ও একত্রিত হওয়া

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
সহীহ-আকিদার ব্রাঃ (RIGP) | Thursday, December 04, 2025

📌 ভূমিকা
ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)-এর এই উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপদেশমূলক। এতে বন্ধু-বান্ধবদের সাথে মেলামেশার ধরন ও তার আধ্যাত্মিক প্রভাব ব্যাখ্যা করা হয়েছে।
১️⃣ প্রথম প্রকার: শুধু সময় কাটানোর জন্য মেলামেশা
২️⃣ দ্বিতীয় প্রকার: নাজাত ও হকের পথে সহযোগিতা
🧠 সারকথা
রেফারেন্স:
আল-ফাওয়াইদ — ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
পৃষ্ঠা: ৫১

Post a Comment

0 Comments