খারিজি ফিতনা......👉📁📖ও সকল পর্ব

👉📁📖 খারিজি ফিতনা>>>>

আসসালা-মু 'আলাইকুম ওয়া রহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহুসমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা- জন্য এবং অসংখ্য সলাত সালাম বর্ষিত হোক সর্বশেষ নাবী রাসূল মুহাম্মাদ ﷺ-এর প্রতি আলী (রা) এবং আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রা) থেকে বিভিন্ন সহীহ সনদে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ (সাঃ) বলেন,يخرج فيكم (في هذه الأمة في اخر الزمان) قومٌ حُدَثاءُ (أحدث) الأسنانِ ، سُفَهاءُ الأحلامِ يقولونَ مِن خيرِ قولِ البريةِ (يقولون من قول خير البرية) (يتكلمون الحق) يمرُقونَ منَ الإسلامِ (من الحق) كما يمرُقُ السهمُ منَ الرميةِ ، لا يُجاوِزُ إيمانُهم حناجرَهم ، فإذا (فأينَما) لَقيتُموهم فاقتُلوهم ، فإنَّ قتلَهم أجرٌ لِمَن قتَلهم عند الله يومَ القيامةِ‘‘ উম্মাতের মধ্যে (তোমাদের মধ্যে, শেষ যুগে) এমন একটি সম্প্রদায় আগমন করবে যারা বয়সে তরুণ এবং তাদের বুদ্ধিজ্ঞান অপরিপক্কতা প্রগভতায় পূর্ণ মানুষ যত কথা বলে তন্মধ্যে সর্বোত্তম কথা তারা বলবে (সর্বোত্তম মানুষের কথা বলবে, সত্য-ন্যায়ের কথা বলবে) কিন্তু তারা সত্য, ন্যায় ইসলাম থেকে তেমনি ছিটকে বেরিয়ে যাবে, যেমন করে তীর শিকারের দেহ ভেদ করে ছিটকে বেরিয়ে যায় তাদের ঈমান তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তোমরা যখন যেখানেই তাদেরকে পাবে তখন তাদেরকে হত্যা করবে; কারণ তাদেরকে যারা হত্যা করবে তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহর নিকট পুরস্কার থাকবে’’ বুখারী, আস-সহীহ /১৩২১, /১৯২৭; মুসলিম, আস-সহীহ /৭৪৬; তরমিযী, মুহাম্মাদ ইবনু ঈসা (২৭৯ হি.), আস-সুনান /৪৮১; নাসাঈ, আহমদ ইবন শুআয়ব (৩০৪ হি.), আস-সুনানুল কুবরা /১৬১

প্রিয় দ্বীনী ভাই বোনেরা,উপরোক্ত হাদিসে ইসলামের নামে বা সত্য, ন্যায় হক্ক প্রতিষ্ঠার নামে সন্ত্রাসীকর্মে লিপ্ত মানুষদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে:প্রথমত,এরা অপেক্ষাকৃত তরুণ বয়সেরযুল খুওয়াইসিরা মত দুচার জন বয়স্ক মানুষ এদের মধ্যে থাকলেও এদের নেতৃত্ব, সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা ইত্যাদি সবই যুবক বা তরুণদের হাতে সমাজের বয়স্ক অভিজ্ঞ আলিম নেতৃবৃন্দের নেতৃত্ব বা পরামর্শ এরা মূল্যায়ন করে নাদ্বিতীয়ত,এদের বুদ্ধি অপরিপক্ক প্রগলভতাপূর্ণ

 আমরা আগেই দেখেছি যে, সকল সন্ত্রাসই মূলত রাজনৈতিক পরিবর্তন অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় আর রাজনৈতিক পরিবর্তনের জন্য অস্থিরতা অদুরদর্শিতা সন্ত্রাসী কর্মের অন্যতম কারণ অপরিপক্ক বুদ্ধি, অভিজ্ঞতার অভাব দূরদর্শিতার কমতির সাথে নিজের জ্ঞান বুদ্ধির অহঙ্কার সকল সত্যান্বেষী ধার্মিক যুবককে ইসলাম থেকে বিচ্যুত করেছিল

এখন প্রশ্ন হল এরা কারা?কিভাবে এদেরকে চিহ্নিত করা যাবে বা এদের বৈশিস্ট্য সমুহ কি কি? সম্বন্ধে স্বনামধন্য আলেমেদ্বীন শায়খ ফায়সাল আল জাসিম হাফিয্বাহুল্লাহ কর্তৃক সংকলিত একটি চমৎকার, দালিলিক আর্টিকেল আমরা অনুবাদ করেছিলাম যা গত মাসে পর্বাকারে প্রকাশিত হয়েছিল!বন্ধুগণ,যারা এখনো পড়েন নি, তারা নিম্নের লিংকগুলোতে ক্লিক করে পড়ে নিতে পারেন - জায্বাকুমুল্লাহু

 ► ১ম পর্বঃ বা ব্লগে পড়ুন

খারিজি চিহ্নিতকরণ তাদের বৈশিষ্ট্ pa-1
২য় পর্বঃ
খারিজি চিহ্নিতকরণ তাদের বৈশিষ্ট্ pai 2
৩য় পর্বঃ
খারিজি চিহ্নিতকরণ তাদের বৈশিষ্ট্pa-3
৪র্থ পর্বঃ
খারিজি চিহ্নিতকরণ তাদের বৈশিষ্ট্pa-4
৫ম পর্বঃ
খারিজি চিহ্নিতকরণ তাদের বৈশিষ্ট্pa-5
৬ষ্ঠ পর্বঃ
খারিজি চিহ্নিতকরণ তাদের বৈশিষ্ট্pa-6
৭ম পর্বঃ
খারিজি চিহ্নিতকরণ তাদের বৈশিষ্ট্ pa-7
৮ম পর্বঃ
খারিজি চিহ্নিতকরণ তাদের বৈশিষ্ট্ pa-8
৯ম পর্বঃ
খারিজি চিহ্নিতকরণ তাদের বৈশিষ্ট্য ৯ম শেষ পর্ব!
আরও পড়তে সকল পর্ব পেতে লিঙ্কে ক্লিক - 
খারেজীদের বিভ্রান্তির মুল কারণসমুহঃ
লিংকঃhttps://m.facebook.com/story.php?story_fbid=1026321017528650&id=100004522838130
আত্নঘাতি বোমা হামলা কি জায়েজ?
আল্লামাহ মুহাম্মাদ বিন ছালেহ আল উছাইমিন রাহিমাহুল্লাহ -
https://m.facebook.com/story.php?story_fbid=1110488659111885&id=100004522838130
আত্নঘাতি হামলার বিধানঃ
আল্লামাহ সালিহ আল ফাউজান হাফিয্বাহুল্লাহ -
https://m.facebook.com/story.php?story_fbid=1110113882482696&id=100004522838130
নিজেকে বিস্ফোরিত করে দেয়ার বিধানঃ
শাইখ ছলেহ আল মুনাজ্জিদ হাফিয্বাহুল্লাহ -
https://m.facebook.com/story.php?story_fbid=1112068558953895&id=100004522838130
সর্বশেষ,
আপনি, আমি এসকল সন্ত্রাসীদেরকে অমুসলিমদের ক্রীড়ানক বা এজেন্ট মনে করলেও সাধারণ অনেক যুবক শুধু ইসলামের আবেগেই এদের সাথে যোগ দিয়েছে ইসলামের কিছু শিক্ষা এসকল খারেজী সন্ত্রাসী দলগুলো বিকৃতভাবে উপস্থাপন করে অনেককে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে সকল বিকৃতি তাত্ত্বিকভাবে আমাদের পর্যালোচনা করা প্রয়োজন ধর্মীয় অনুভূতি আবেগ কখনো অবহেলা, গালি বা কঠোর শাস্তি দিয়ে অবদমিত করা যায় না ধর্মীয়ভাবে এগুলির বিকৃতি উপলব্ধি করানোই এরূপ প্রবণতা থামানোর অন্যতম পথ ইসলামের নামে উগ্রতার উদ্ভবের একটি কারণ ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অজ্ঞতা বিকৃত ধারণা

তাই আমাদেরকে আল্লাহর কিতাব রাসুলের হাদিসকে বুঝতে হবে কেবলমাত্র সালাফদের "বুঝ" অনুসারে, তা না হলে এসকল গোমরাহ ফিরকাগুলির কবলে পড়ে আমাদের দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যেতে পারে!
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা-আমাদের সকলকে যাবতীয় ফিতনা, গোমরাহির রাস্তাসমুহ থেকে হিফাজত করুন -মীন
আপনাদের শুভাকাঙ্ক্ষী,
 আখতার বিন আমীর

Post a Comment

0 Comments