·‘কষ্টিপাথরে ব্রাদারহুড’ একটি বৃহৎ কলেবরের নিবন্ধ, যার
মধ্যে মুসলিম ব্রাদারহুড বা জামায়াতে ইসলামী সম্পর্কে সামসময়িক বিশ্বের গ্রেট
স্কলারদের ফাতাওয়া সংকলন করা হয়েছে। আমাদের জানামতে, আলোচ্য
নিবন্ধটি বাংলা ভাষায় উক্ত বিষয়ের ওপর সর্বপ্রথম লিখন। ইতঃপূর্বে কোনো বাঙালি
বিশদভাবে ব্রাদারহুড বা জামায়াতে ইসলামীর ব্যাপারে সালাফী ‘আলিমদের ফাতাওয়া সংকলন
করেছেন বলে আমাদের জানা নেই।
আর
আমাদের জানামতে ব্রাদারহুডের ব্যাপারে এত বড়ো ফাতাওয়া সংকলন বাংলা তো দূরের কথা, আরবি
এবং ইংরেজিতেও নেই। আমাদের নিবন্ধে পুনরুল্লেখ ছাড়া ৩০ জন সালাফী ‘আলিম ও সর্বোচ্চ
‘উলামা পরিষদের সর্বমোট ১১৭টি ফাতাওয়া এবং পুনরুল্লেখ-সহ ১১৯টি ফাতাওয়া সংকলন ও অনুবাদ করা হয়েছে। ফাতওয়াগুলো মোট ৩১টি
অধ্যায়ে বিন্যস্ত। একেকজন ‘আলিমের জন্য স্বতন্ত্র একেকটি অধ্যায় রচনা করা হয়েছে।
আর প্রত্যেক অধ্যায়ের শুরুতে অধ্যায়-সংশ্লিষ্ট ‘আলিমের সংক্ষিপ্ত পরিচিতি
সন্নিবেশিত হয়েছে।
ইতোমধ্যে
আমরা ৩১টি অধ্যায় মোট ২০টি পর্বে পোস্ট করেছি। মুসলিম পাঠকবর্গ যেন সহজেই সবগুলো
পর্ব একত্রে পড়তে পারেন এবং তা সংরক্ষণ করে রাখতে পারেন, সেজন্য
আমরা সবগুলো পর্বের লিংক জমা করেছি। পর্ব ও অধ্যায়ের নাম-সহ লিংকগুলো নিম্নে
উল্লিখিত হলো। ওয়া বিল্লাহিত তাওফীক্ব।

এবং ৩য় অধ্যায়: ‘আল্লামাহ ‘আলীমুদ্দীন নদিয়াভী (রাহিমাহুল্লাহ)









২৪শ অধ্যায়: ইমাম আহমাদ আন-নাজমী (রাহিমাহুল্লাহ)




এবং ২৭শ অধ্যায়: ইমাম ‘আব্দুল্লাহ আল-গুদাইয়্যান (রাহিমাহুল্লাহ)





পরিশেষে প্রার্থনা করছি, হে আল্লাহ, আপনি
আমাদের এই ক্ষুদ্র দা‘ওয়াতী প্রচেষ্টাকে কবুল করে নিন এবং লৌকিকতার পঙ্কিলতা থেকে
একে উত্তমরূপে হেফাজত করুন। আর যাঁরা এই সিরিজ লিখে, লেখককে
উৎসাহ দিয়ে, সহযোগিতা করে এবং সিরিজের লেখাগুলো প্রচার করে
সালাফী দা‘ওয়াতের একটি মহৎ খেদমত আঞ্জাম দিয়েছেন, আল্লাহ
তাঁদের সবাইকে উত্তম পারিতোষিক দান করুন। আমীন, ইয়া রাব্বাল
‘আলামীন।
·অনুবাদ ও সংকলনে: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা
পরিবেশনায়: www.facebook.com/SunniSalafiAthari (সালাফী: ‘আক্বীদাহ্ ও মানহাজে)
·অনুবাদ ও সংকলনে: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা

